
ছবি: জনকণ্ঠ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক বায়োসায়েন্স এ কনফারেন্স কার্নিভাল বিষয়ক তিন দিনব্যাপী সেমিনারের আয়োজন করা হয়েছে।
আগামী ১৬ থেকে ১৮ মে রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সে অনুষ্ঠিতব্য এই কনফারেন্সের শুভ উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কনফারেন্সের উদ্বোধন করবেন।
রাবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. আতিয়ার রহমান মঙ্গলবার সকালে রাঙামাটি প্রেসক্লাবে 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি কনফারেন্স কার্নিভাল সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরেন।
উপাচার্য জানান, এই কনফারেন্সে ৩৫০ জনের অধিক বিজ্ঞানী ও গবেষক অংশগ্রহণ করে তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন। তরুণ বিজ্ঞানীরা তাঁদের গবেষণালব্ধ আইডিয়া সবার সামনে তুলে ধরবেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য, বাংলাদেশ বিজ্ঞান একাডেমির ফেলো ও বিজ্ঞানী প্রফেসর ড. মো. সাইদুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শহিনুল আলমসহ দেশের আরো ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন বিজ্ঞানী ড. আবেদ চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মুনিরা আহসান। এখানে পাহাড়ের ভেষজ চিকিৎসা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
তিন দিনের সেমিনারে প্রতিদিনই নতুন নতুন বিষয় আলোচনায় স্থান পাবে। এই আয়োজনে রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, ইসলামী ব্যাংক ও জনতা ব্যাংক অংশগ্রহণের সম্মতি দিয়েছেন।
শহীদ