ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মায়ে‌র মৃত্যুতে হেঁটেই ১০০০ কিলোমিটার

প্রকাশিত: ১৮:৪৩, ৩০ নভেম্বর ২০১৬

মায়ে‌র মৃত্যুতে  হেঁটেই ১০০০ কিলোমিটার

অনলাইন ডেস্ক ॥ জীবিকার তাগিদে ভারতের তামিলনাড়ুর তিরুচিরাপল্লি থেকে দুবাইয়ে পাড়ি দিয়ে ছিলেন জগন্নাথন সেলভারাজ। কিন্তু কাজ করতে গিয়ে কখন যে ক্রীতদাসে পরিণত হয়ে গেছেন, সেটা তিনি নিজেও জানেন না। মায়ের মৃত্যুর খবর আসার পর জগন্নাথনের মালিক তাকে দেশে যাওয়ার জন্য ছুটি দেননি। বাড়ি ফেরার আবেদন জানিয়ে জগন্নাথন দুবাইয়ের একটি লেবার কোর্টে মামলা করেন। সেই মামলায় উপস্থিত থাকতে, জগন্নাথন হেঁটে দুবাইয়ের কার্মা জেলা থেকে সোনাপুর এলাকার পর্যন্ত রোজ হেঁটেই যাতায়াত করতেন। বাস ভাড়া দেওয়ার অর্থও তার কাছে ছিল না। সেলভারাজের মামলা দু’বছর ধরে চলে। এই সময়ে হেঁটে যাতায়াত করতে গিয়ে তিনি অতিক্রম করে ফেলেছেন ১০০০ কিলোমিটারেও বেশি দূরত্ব। শুধু তাই নয়, এর পাশাপাশি তাকে একটি পার্কেও রাত কাটাতে হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক সংবাদ মাধ্যম তার এই খবর প্রকাশ করায় ভারতীয় প্রশাসন নড়েচড়ে বসেছে বলে জানা গেছে।‌‌
×