ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

বরিশালে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

প্রকাশিত: ২৩:১০, ৩১ জুলাই ২০১৬

বরিশালে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জঙ্গী প্রতিরোধে আজ রবিবার বেলা এগারোটায় জেলার আগৈলঝাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে দুই কিলোমিটার এলাকাজুড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘন্টাব্যাপী মানববন্ধনে একত্মতা প্রকাশ করে পাঁচটি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, গণজাগরণ মঞ্চ, শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, ভেগাই হালদার পাবলিক একাডেমী, শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থী, সদর বাজার ব্যবস্থাপনা কমিটি, প্রশাসনসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের সর্বস্তরের জনগন অংশগ্রহণ করেন। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আইউব আলী মিয়ার সভাপতিত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মহিউদ্দিন মানিক বীর প্রতীক তার বক্তব্যে বলেন, দেশে আইএস নেই ওরা জামায়াতের প্রেতাত্মা। যাদের কাজ দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা। তিনি আরও বলেন, যারা জঙ্গীদের সাথে তাদের সাথে কোন ঐক্য নেই। যারা জঙ্গি নির্মূলের পক্ষে থাকবেন তাদের সাথেই কেবল ঐক্য হতে হবে। একাত্তরের ন্যায় যার যা কিছু আছে তা নিয়েই জঙ্গীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্যও তিনি আহবান করেন। এসময় বক্তারা অনতিবিলম্বে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধেরও দাবি করেন। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল হাকিম, ইউনিট সহকারী কমান্ডার আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা গণজাগরণ মঞ্চের আহবায়ক সোয়েব ইমতিয়াজ লিমন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক আব্দুল্লাহ লিটন প্রমুখ।
×