ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অজ্ঞান পার্টির খপ্পরে এক অস্ট্রেলিয়া প্রবাসী

প্রকাশিত: ১৯:১২, ২৩ জানুয়ারি ২০১৬

অজ্ঞান পার্টির খপ্পরে এক অস্ট্রেলিয়া প্রবাসী

অনলাইন ডেস্ক ॥ বিশ্ব ইজতেমা শেষে দেশে ফেরার পথে মিনারুদ্দিন (৫৫) নামে এক অস্ট্রেলিয়ার নাগরিক অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সব খুঁইয়েছেন। শুক্রবার রাতে গুরুতর অবস্থায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। যশোর কোতয়ালি থানার এসআই সোলাইমান আক্কাস জানান, ঢাকার টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমা শেষে ভারত হয়ে দেশে ফেরার জন্য মিনারউদ্দিন শুক্রবার বেনাপোলের উদ্দেশ্যে রওনা হন। ঢাকা থেকে হানিফ পরিবহনে আসার সময় অজ্ঞান পার্টির সদস্যরা তাকে বাসের ভেতর কৌশলে অজ্ঞান করে ফেলে এবং তার কাছে থাকা ডলার ও টাকা নিয়ে পালিয়ে যায় তারা। বাসটি স্থলবন্দর বেনাপোল পৌঁছালে যাত্রীরা তাকে উদ্ধার করে রাতে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। এসআই সোলাইমান আক্কাস জানান, মিনারদ্দিনের কাছে কোন অর্থ পাওয়া যায়নি। দুর্বৃত্তরা সব নিয়ে গেছে। তবে তার ল্যাগেজ ও পাসপোর্টটি পাওয়া গেছে। হানিফ পরিবহনের কাউন্টারে বাসের লোকজনের কাছে আছে। মিনারুদ্দিনের জন্ম বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জে। অস্ট্রেলিয়ার নাগরিত্ব নিয়ে তিনি অস্ট্রেলিয়ায় বসবাস করেন।
×