ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বইমেলাকে ঘিরে কর্মব্যস্ত রাজধানীর ছাপাখানার কারিগররা

প্রকাশিত: ০৬:৫৯, ২৩ জানুয়ারি ২০১৬

বইমেলাকে ঘিরে কর্মব্যস্ত রাজধানীর ছাপাখানার কারিগররা

একুশে বইমেলাকে ঘিরে কর্মব্যস্ত দিন পার করছে ছাপাখানা পাড়ার কারিগররা। পাঠকদের আকর্ষণে কারিগরদের পাশাপাশি ব্যস্ততা বেড়েছে প্রকাশকদেরও। রাজধানীর বাংলাবাজারে প্রকাশনীর দোকানগুলোতে ইতোমধ্যেই শোভা পাচ্ছে প্রস্তুতকৃত নতুন বই। আসছে বইমেলায় নিরাপত্তার পাশাপাশি দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বিগত কয়েক বছরের ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব বলে আশাবাদ প্রকাশকদের। যেন আর বিরতি নেই ছাপাখানার। অমর একুশে গ্রন্থমেলার বই ছাপাতে বাংলাবাজারের ছাপাখানাগুলোতে নির্ঘুম সময় কাটাচ্ছেন কারিগররা। তবে পরিশ্রম বাড়লেও অতিরিক্ত কর্মঘণ্টায় বাড়তি আয়ের আশায় আনন্দেরও যেন কমতি নেই তাদের। শেষ সময়ের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রচ্ছদ কর্মীরাও। পাঠকদের আকর্ষণ করতে বাহারি রং দিয়ে তৈরি করছেন মনের মাধুরী মেশানো প্রচ্ছদ। অন্যদিকে বই বাঁধাইকারীরা হাত চালাচ্ছেন স্বাভাবিক সময়ের থেকেও দ্রুত গতিতে। তবে প্রকাশকরা বেশি বিবেচনায় আনছেন নিরাপত্তার বিষয়টি। রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে বিগত বছরগুলোর ক্ষতি পুষিয়ে নেবেন বলেও আশা করছেন তারা। আসন্ন প্রাণের বইমেলায় নতুন বইয়ের সৌরভ পেতে পাঠকদের পাশাপাশি অপেক্ষার প্রহর গুনছেন তাই লেখক প্রকাশকরাও। Ñস্টাফ রিপোর্টার
×