ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মেসি-মুনিরের নৈপুণ্যে শেষ আটে বার্সিলোনা

প্রকাশিত: ০৪:১৯, ১৫ জানুয়ারি ২০১৬

মেসি-মুনিরের নৈপুণ্যে শেষ আটে বার্সিলোনা

স্পোর্টস রিপোর্টার ॥ নিষেধাজ্ঞার কারণে ছিলেন না লুইস সুয়ারেজ। বিশ্রাম দেয়া হয় নেইমারকেও। যে কারণে স্প্যানিশ কোপা ডেল রে ফুটবলে আক্রমণভাগের এই দুই খেলোয়াড়কে ছাড়াই মাঠে নেমেছিলেন এমএসএন ত্রয়ীর প্রধান তারকা লিওনেল মেসি। গোল না পেলেও পুরো ম্যাচেই আলো ছড়ান সদ্য রেকর্ড ফিফা ব্যালন ডি’অর জয়ী তারকা। শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে তাই নগর প্রতিদ্বন্দ্বী এস্পানিওলকে সহজেই ২-০ গোলে হারায় অতিথি বার্সিলোনা। কাতালানদের হয়ে দুটি গোলই করেন তরুণ তারকা মুনির আল হাদ্দাদি। এর আগে নুক্যাম্পে প্রথম লেগের ম্যাচে বার্সা জিতেছিল ৪-১ গোলে। ফলে দুই লেগ মিলিয়ে ৬-১ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সিলোনা। প্রথম লেগে সহজ জয় পাওয়ায় দ্বিতীয় লেগের ম্যাচে দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্রাম দেন বার্সা কোচ লুইস এনরিকে। মাঠে নামেননি অধিনায়ক আন্দ্রেস ইনিয়েস্তা, নেইমার, সার্জিও বসকুয়েটস ও জেরার্ড পিকেকে। তবে নেইমার-সুয়ারেজের অনুপস্থিতি টের পেতে দেনটি বার্সার তরুণ ফরোয়ার্ড হাদ্দাদি। ম্যাচের ৩২ ও ৮৮ মিনিটে দুটি গোলই করেন ২০ বছর বয়সী এই স্প্যানিশ ফরোয়ার্ড। পঞ্চমবারের মতো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জয়ের পর মেসিও ছিলেন দারুণ ফর্মে। ৩২ মিনিটে হাদ্দাদি প্রথম গোলটি করেন মেসির পাস থেকে। বার্সিলোনার পাশাপাশি কোপা ডেল রের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে সেভিয়া, সেল্টা ভিগো ও এ্যাথলেটিক বিলবাও। শেষ আট নিশ্চিত করার জন্য এ্যাথলেটিকো মাদ্রিদকে খেলতে হবে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে। প্রথম লেগের ম্যাচে ১-১ গোলে ড্র করে এ্যাথলেটিকো ও রায়ো। ম্যাচ শেষে বিতর্ক ও উত্তেজনাকে পাশে সরিয়ে ভাল ফুটবল উপহার দেয়ায় শিষ্যদের প্রশংসা করেন বার্সা কোচ লুইস এনরিকে। প্রথম লেগের ম্যাচে এস্পানিওলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। আর ম্যাচ শেষে টানেলে তাদের উত্ত্যক্ত করার অপরাধে বার্সিলোনার সুয়ারেজ দুই ম্যাচ নিষিদ্ধ হন। দ্বিতীয় পর্বের ম্যাচের আগে এনরিকে শিষ্যদের এসব ভুলে নিজেদের খেলাটা খেলতে উপদেশ দিয়েছিলেন। মেসিরা তার কথা রাখায় খুশি বার্সিলোনা কোচ। এনরিকে বলেন, এই ম্যাচে আমাদের সিরিয়াস হওয়ার প্রয়োজন ছিল। আমরা এটাই করেছি। মেসি ও মুনিরের প্রশংসা করে এনরিকে বলেন, সত্যি মেসি দারুণ খেলছে। তার ফিটনেস সব সময়ই ভাল, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। চোটের কারণে দলের বাইরে থাকার সময় সে অনেক বিশ্রাম পেয়েছে। এখন সে যত সময় খেলবে তত ভাল। আর মুনির এমন একজন খেলোয়াড়, যে জানে কিভাবে গোল করতে হয়। যদিও তার আরও উন্নতি করার আছে, তার অনেক গুণও আছে। এই দুটি গোল তার উন্নতিতে কাজে আসবে। প্রথম লেগের মতো দ্বিতীয় লেগের ম্যাচে তেমন উত্তেজনা না হলেও মেসিকে খাটো করার অপপ্রয়াস চালান এস্পানিওলের গঞ্জালেস। তিনি মেসিকে ফাউল করার পর দুজন তর্কে জড়িয়ে পড়েন। ম্যাচ শেষে গঞ্জালেস বলেন, লিও আমাকে কিছু বিষয়ের জন্য সমালোচনা করছিল। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমি তাকে ব্যথা দেব বলে সে মনে করে কিনা। সে উত্তর দিয়েছিল, হ্যাঁ। তিনি আরও বলেন, সে আমাকে খারাপ বলেছে। আর আমি তাকে খাটো বলেছি। কিন্তু দুজনেই এটা মেনে নিয়েছি, হেসেছি। এর বাইরেও মেসিকে নিয়ে গুণমুগ্ধ সবাই। ম্যাচে দুই উঠতি তরুণ সতীর্থকে যেভাবে সহযোগিতা করছেন তাতে মুগ্ধতা বনে গেছেন অনেকে। এক ভক্ত যেমন মেসির খেলা দেখে লিখেছেন, মেসি অনায়াসে এই ম্যাচে হ্যাটট্রিক করতে পারত, কিন্তু এর বদলে সে বেছে নিয়েছে দুই উঠতি তরুণকে আরও ভাল হয়ে উঠতে সাহায্য করার জন্য। এটাই তাকে কিংবদন্তিদেরও কিংবদন্তি করে তুলেছে।
×