ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলা ২য় পত্র

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৪, ৩ সেপ্টেম্বর ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. নিচের কোনটি সন্ধি সাধিত শব্দ? ক) পরিচ্ছদ খ) মুখবন্ধ গ) জ্বলন ঘ) দৈনিক ২. বাক্যের কয়টি অংশ থাকে? ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৩. নিচের কোন শব্দে স্বভাবতই ‘ণ’-এর ব্যবহার হয়েছে? ক) তৃণ খ) বর্ণ গ) রামায়ণ ঘ) পাণি ৪. কোন যদি চিহ্নে ‘এক সেকেন্ড’ থামতে হয়? ক) কোলন খ) হাইফেন গ) কমা ঘ) সেমিকোলন ৫. আধিক্য অর্থে দ্বিরুক্তির ব্যবহার হয়নি কোনটিতে? ক) ছোট ছোট খ) বার বার গ) ভাল ভাল ঘ) সবগুলো ৬. কোন কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে বলে- ক) ধ্বন্যাত্মক শব্দ খ) অনুকার শব্দ গ) শব্দ দ্বৈত ঘ) মৌলিক শব্দ ৭. ‘অসৎ বন্ধুর পল্লায় পড়ে তার ব্যবসায় লালবাতি জ্বলছে।’ বাক্যে ‘লাল’ শব্দটি যে অর্থে ব্যবহৃত - ক) জেলখানা খ) উন্নতি গ) বন্ধ হওয়া ঘ) রং ৮. পাশাপাশি অবস্থিত দুটো ধ্বনির মিলনের ফলে যদি এক ধ্বনি সৃষ্টি হয়, তাকে বলে- ক) সন্ধি খ) স্বরসন্ধি গ) ব্যঞ্জনসন্ধি ঘ) বিসর্গ সন্ধি ৯. ‘সাধক’ শব্দের সঠিক স্ত্রীলিঙ্গ কোনটি? ক) সাধু খ) সাধিকা গ) সাধকা ঘ) সাধ্বী ১০. অভিধানে ব্যবহৃত ‘ক’ এর পর বর্ণানুক্রম কোনটি? ক) খ খ) কা গ) ক্ষ ঘ) কি ১১. ‘সূর্যোদয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? ক) সুর্য + উদয় খ) সূর্য + উদয় গ) সূর্য + ঊদয় ঘ) সূর্য + দয় ১২. কোনটি সঠিক বহুবচন? ক) ছাত্রগুলো খ) ছাত্রাবলী গ) সবছাত্র ঘ) ছত্রমাল ১৩. বাক-প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে কী বলা হয়? ক) স্বরতন্ত্রী খ) মুখবিবর গ) বাগযন্ত্র ঘ) ফুসফুস ১৪. জনতা ক্ষেপে গেলে কারও রক্ষা নেই। এখানে ‘জনতা’ কোন ধরনের বিশেষ্য? ক) সংজ্ঞাবাচক বিশেষ্য খ) শ্রেণীবাচক বিশেষ্য গ) সমষ্টিবাচক বিশেষ্য ঘ) ভাববাচক বিশেষ্য ১৫. স্বভাবতই ‘মূর্ধন্য-ণ’ -এর ব্যবহার হয়েছে কোনটিতে? ক) কারণ খ) কা- গ) বাণ/তৃণ ঘ) রামায়ণ ১৬. র-ফলা কোথায় যুক্ত হয়? ক) বর্ণের উপরে খ) বর্ণের নিচে গ) বর্ণের পাশে ঘ) বর্ণের আগে ১৭. শব্দের প্রাণ হচ্ছে- ক) অর্থ খ) অনর্থ গ) দ্ব্যর্থ ঘ) বহুর্থ ১৮. ‘ক’ কোন ধাতুর উদাহরণ? ক) সাধিত ধাতু খ) নাম ধাতু গ) মৌলিক ধাতু ঘ) যৌগিক ধাতু ১৯. ‘ধনুষ্টঙ্কার’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হলো- ক) ধনু + টঙ্কর খ) ধনুঃ + টঙ্কার গ) ধনুষ + টঙ্কর ঘ) ধনম + টঙ্কার ২০. কয়েকটি ধ্বনির অর্থবোধক মিলনে কী গঠিত হয়? ক) শব্দ খ) বাক্য গ) ভাষা ঘ) পদ ২১. শব্দে স্বাধীনভাবে স্বরবর্ণের পূর্ণ রূপ প্রথমে বসেছে কোনটিতে? ক) বউ খ) ইলিশ গ) বাউল ঘ) বেদুইন ২২. অভিধানে শীর্ষ শব্দের অর্থ, ব্যাখ্যা ও ব্যবহার যেভাবে বিধৃত থাকে তাকে কী বলা হয়? ক) ভুক্ত খ) ভুক্তি গ) অন্তর্ভুক্ত ঘ) অন্তর্ভুক্তি ২৩. ঈ-প্রত্যয়যোগে গঠিত স্ত্রীলিঙ্গ কোনটি? ক) জেলেনি খ) চাকরানি গ) বাঘিনী ঘ) চাচি ১. (ক) ২. (ক) ৩. (ঘ) ৪. (ক) ৫. (খ) ৬. (ক) ৭. (গ) ৮. (ক) ৯. (খ) ১০. (গ) ১১. (খ) ১২. (গ) ১৩. (গ) ১৪. (গ) ১৫. (গ) ১৬. (খ) ১৭. (ক) ১৮. (গ) ১৯. (খ) ২০. (ক) ২১. (খ) ২২. (খ) ২৩. (ঘ)
×