ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মালদ্বীপে খেলতে গেলেন সাবিনারা

প্রকাশিত: ০৬:০০, ২০ মে ২০১৫

মালদ্বীপে খেলতে গেলেন সাবিনারা

স্পোর্টস রিপোর্টার ॥ ‘আর একটা চ্যালেঞ্জ নিয়ে গেলাম ... ইনশাল্লাহ্ আমরা আমাদের সেরা নিংড়ে দেয়ার চেষ্টা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। গুডবাই বাংলাদেশ।’ দুই সতীর্থ মিডফিল্ডার মিরোনা আক্তার এবং গোলরক্ষক সাবিনা আক্তারকে নিয়ে বিমানে ওঠার আগে নিজের ফেসবুক ওয়ালে এমন স্ট্যাটাসই দেন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল এবং সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল দলে যোগ দেয়া কৃতী ফরোয়ার্ড সাবিনা খাতুন। মঙ্গলবার বিকেলে এই তিন নারী ফুটবলার মালদ্বীপের ধিভেহি সিফেইনগে ক্লাবের পক্ষে ‘এফএএম ওমেন্স চ্যাম্পিয়নশিপ’-এ খেলার লক্ষ্যে মালদ্বীপের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। মালদ্বীপের এই ফুটবল প্রতিযোগিতাটি ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে সাবিনা খাতুন গত এপ্রিলে মালদ্বীপস উইমেন্স ফুটসাল ফিয়েস্তা টুর্নামেন্ট খেলে এসেছিলেন মালদ্বীপ পুলিশ ক্লাবের হয়ে। ফাইনালে গত ১৮ এপ্রিল সাবিনার দল মালদ্বীপ পুলিশ ক্লাব ৬-২ গোলে হেরে যায় প্রতিপক্ষ ইমেগ্রেশন ক্লাবের কাছে। ফাইনালে সাবিনা একটি গোল করলেও তা দলের হার এড়াতে যথেষ্ট ছিল না। দলকে শিরোপা জেতাতে না পারলেও ব্যক্তিগত নৈপুণ্যে ছিলেন সমুজ্জ্বল। করেন টুর্নামেন্টের ব্যক্তিগত সর্বাধিক গোল। ৬ ম্যাচে ৫ হ্যাটট্রিকসহ করেন ৩৭ গোল। ৫ ম্যাচেই হন ম্যাচসেরা। টুর্নামেন্টে সাবিনা জেতেন চারটি পুরস্কার। ওই ফুটসাল টুর্নামেন্টে সাবিনা হৃদয় রাঙ্গানো উদ্ভাসিত নৈপুণ্যে মাতান মালদ্বীপ। জয় করেন সেখানকার দর্শকদের চিত্ত। বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে বিদেশী কোন ক্লাবের হয়ে খেলা প্রথম খেলোয়াড়ে পরিণত হন বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের সহঅধিনায়ক এবং ফরোয়ার্ড সাবিনা খাতুন।
×