
ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে(২০) ধর্ষনের অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের জঙ্গলবাড়ি গ্রামের বাসিন্দা নুরুল ইসলামের ছেলে আলম মিয়া।
রবিবার দুপুরে ভুক্তভোগী কিশোরী তাঁর ফাঁকা বাড়িতে এমন নির্যাতনের শিকার হন।
ভুক্তভোগী কিশোরীর এক নিকটাত্মীয় বলেন, ঘটনার দিন দুপুরে বাড়িতে ওই কিশোরী ব্যতীত কেউই ছিলনা। কিশোরীর বাবা-মা ধর্মীয় কাজে গ্রামের অন্য বাড়িতে ছিলেন। তিনি আরও জানান, অভিযুক্ত আলম বিবাহিত এবং তিন সন্তানের জনক।
এদিকে অভিযোগ পেয়ে আজ সোমবার দুপুরের দিকে জঙ্গলবাড়ি এলাকা থেকে অভিযুক্ত আলম মিয়াকে আটক করেছে টেকেরঘাট ফাঁড়ির ক্যাম্পের পুলিশ সদস্যরা।
অভিযুক্তকে আটকের সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী কিশোরী ও তাঁর পরিবার থানায় এসেছেন। অভিযোগের আলোকে ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ছামিয়া