
আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন দাবি করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে, তা হবে দেশের জন্য দুর্ভাগ্যজনক। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার মূলত ‘এনসিপি মার্কা সরকার’। এ সরকারের সাথে যুক্ত এনসিপির দুই উপদেষ্টা, একটি এনজিওর উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, নাহলে তাদের বিদায় করতে হবে।
শনিবার (১৭ মে) দুপুরে খুলনার সার্কিট হাউজ মাঠে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তৃতায় সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
খুলনা ও বরিশাল বিভাগের ১৮টি জেলার লাক্ষাধিক তরুণ এ সমাবেশে অংশগ্রহণ করে। দুপুর থেকে বিভিন্ন জেলা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন নেতাকর্মীরা। পুরো সমাবেশে ঘিরে ছিল উৎসাহ ও উদ্দীপনার আবহাওয়া।
বক্তৃতায় বিএনপির এই সিনিয়র নেতা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে তরুণদের মাঠে নামতেই হবে। আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে এখনই।
সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোনায়েন মুন্না, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বক্তারা সকলেই চলমান রাজনৈতিক সংকটে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে প্রধান বক্তা ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।
প্রধান বক্তা হিসেবে যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, পাটশিল্পের তীর্থস্থান ছিল খুলনা। আওয়ামী ফ্যাসিস্ট সরকার, তাঁবেদার সরকার ভারতের প্রেসক্রিপশনে পাটশিল্প ধ্বংস করেছে। তিনি বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের প্রতি সমবেদনা জানিয়ে বলতে চাই, প্রিয় নেতা তারেক রহমান তার উদ্ভাবনী শক্তি দিয়ে বাংলাদেশের সমস্ত শিল্পকে পুনরুত্থান ঘটাবে ইনশাআল্লাহ। খুলনা ও বরিশাল বিভাগের সকল তরুণ শুধু শ্রম দিয়ে নয়, চিন্তা ও মেধা দিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে আমরা মাঠে থাকব।
এছাড়া, তারুণ্যের সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনা করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাকিব আহসান ও ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
রিফাত