ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার 

নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ, সিরাজগঞ্জ

প্রকাশিত: ২২:২৬, ১৭ মে ২০২৫

সিরাজগঞ্জে স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার 

ছাত্র-জনতার সরকার পতন আন্দোলনে ছাত্রদলকর্মী হত্যার অভিযোগে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) দুপুরে সিরাজগঞ্জ শহরের দত্তবাড়ি নিজ মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সদর থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ রানা জানান, শহরের একডালা মহল্লার ছাত্রদলকর্মী সুমন সেখ হত্যা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে শেখ খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৪ আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের আগের দিন আওয়ামীলীগ ও ছাত্র-জনতার সংঘর্ষ চলাকালে ছাত্রদলকর্মী সুমন সেখের মৃত্যু হয়।

নোভা

×