ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

তিতাসে যুবলীগ নেতার ব্রিজ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

নিজস্ব সংবাদদাতা,দাউদকান্দি

প্রকাশিত: ২২:১৪, ১৭ মে ২০২৫; আপডেট: ২২:১৫, ১৭ মে ২০২৫

তিতাসে যুবলীগ নেতার ব্রিজ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রাজমিস্ত্রির মৃত্যু

কুমিল্লার তিতাস উপজেলার দক্ষিণ আকালিয়া নামক স্থানে সেতু নির্মাণ প্রকল্পের কাজ পায়,ঠিকাদারী প্রতিষ্ঠান আর আর কনস্ট্রাকশনের মালিক ও বলরামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন৷উক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান আর আর কনস্ট্রাকশনের মোটরে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে কবির হোসেন নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত রাজমিস্ত্রী কবির হোসেন (২০)কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার উত্তর কোদালকাঠি মন্ডল পাড়ার নুফাজ্জল মিয়ার ছেলে।

শনিবার(১৭ মে) সকাল ১১টার দিকে উপজেলার বাতাকান্দি টু মাছিমপুর সড়কের দক্ষিণ আকালিয়া নামক স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি'র) প্রকল্প ২৮ মিটার দৈর্ঘ্য এবং ৯ দশমিক ৮ মিটার প্রস্থের ৩,৬০,০০,০০০/-(তিন কোটি ষাট লাখ টাকা) ব্যয়ে একটি সেতু নির্মাণের কাজ চলমান। সেতু নির্মাণ প্রকল্পের কাজটি করছেন বলরামপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন,ঠিকাদারী প্রতিষ্ঠান আর আর কনস্ট্রাকশন।

খোজ নিয়ে জানা যায়, ব্রিজের নির্মাণ কাজ করছিল রাজমিস্ত্রী কবির, এসময় এক সহকর্মীকে মোটরের বিদ্যুৎ লাইনের সংযোগ দিতে বলে কবির, সহকর্মী বিদ্যুৎ সংযোগ দেওয়ার সাথে সাথেই রাজমিস্ত্রী কবির বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হলে অন্য শ্রমিকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ঘটনার বিষয়ে জানতে ঠিকাদার মোফাজ্জল হোসেন এর সাথে যোগাযোগ এর চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। পরে তার মুঠোফোন নাম্বারে কল দিলে নাম্বারটি বন্ধ দেখায় তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে ঘটনার খবর পেয়ে ঠিকাদার মোফাজ্জল আত্নগোপনে চলে গেছেন বলে জানান স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহিদুল ইসলাম জানান,ঘটনার খবর পেয়ে সাথে সাথে ব্রিজ নির্মাণ কাজে দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীগনকে ঘটনাস্থলে পাঠাই। মেডিকেল নিয়ে গেলে ছেলেটি মারা গেছে বলে জানান চিকিৎসক, বিষয়টি দুঃখজনক। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে।

তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদ উল্যাহ বলেন, আমরা খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি, নিহতের পরিবার লোকজন আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।

নোভা

×