ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বোদায় নিষিদ্ধ আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আটক

এ রহমান মুকুল,স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২২:০৯, ১৭ মে ২০২৫; আপডেট: ২২:১২, ১৭ মে ২০২৫

বোদায় নিষিদ্ধ আওয়ামী লীগের ইউপি চেয়ারম্যান আটক

ছবি: দৈনিক জনকন্ঠ

বোদায় ডেভিল হান্ট অপারেশনে অভিযান চালিয়ে চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে নিজ বাড়ি চন্দনবাড়ী ইউনিয়নের শিকারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয় নজরুল ইসলামকে।   


আটককৃত নজরুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা যায়। স্থানীয় সরকার নির্বাচনে তিনি নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। 
বোদা থানার অফিসার ইনচার্জ  আজিম উদ্দীন জানান, চন্দনবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে আটক করা হয়।

তার বিরুদ্ধে যথাযথ প্রক্রিয়া গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা বজায় রাখতে মাদকসহ বিভিন্ন বিষয়ে অভিযান অব্যাহত থাকবে।

সাব্বির

×