
ছবি: সংগৃহীত
পঞ্চগড়ের দেবীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় দেবীডুবা ইউনিয়নের নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অনুপম রায়কে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাতে উপজেলার গালান্ডি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি দেবীডুবা ইউনিয়নের সরকারপাড়া গ্রামের অনন্ত রায়ের ছেলে।
পুলিশ জানায়, “গত বছরের ৪ আগস্ট দণ্ডপাল ইউনিয়নে আয়োজিত একটি বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলার ঘটনায় রবিউল ইসলাম নামে এক যুবক বাদী হয়ে ১৮ অক্টোবর দেবিগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা প্রায় ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্তে অনুপম রায়ের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাকে গ্রেফতার করা হয়েছে।”
দেবিগঞ্জ থানার ওসি (তদন্ত) প্রবীর কুমার সরকার বলেন, “হত্যার চেষ্টা অভিযোগে দায়ের করা মামলায় অনুপম রায় কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৭ মে) সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অনুপম রায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ আওয়ামী লীগের ছত্রছায়ায় নানা অপকর্মে জড়িত ছিলেন। ঘটনার পর তিনি অবৈধভাবে ভারতে পালিয়ে যান এবং সম্প্রতি দেশে ফিরে গোপনে অবস্থান করছিলেন। সচেতন মহলের ধারণা, তিনি দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে পুনরায় প্রবেশ করেছেন।
মিরাজ খান