ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪ জন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস

প্রকাশিত: ১৪:০৫, ১৭ মে ২০২৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ৪ জন

ছবি: জনকণ্ঠ

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে মহেন্দ্র নামের থ্রি হুইলার ও জ্বালানী তেলবাহী ল‌ড়ির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৪ জন। শ‌নিবার (১৭ মে) বেলা পৌ‌নে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ডুমু‌রিয়া উপজেলা ফায়ার সা‌র্ভিস ও সি‌ভিল ডিফেন্সের কর্মকর্তা শাহ জামাল জানান, খুলনার কয়রা উপজেলা থেকে ছেড়ে আসা একটি তিন চাকার যানবাহন, যার নম্বর খুলনা থ ১১- ০১৭৫ ও খুলনা থেকে ছেড়ে আসা জ্বালানী তেলবাহী ল‌ড়ি নম্বর: য‌শোর ড- ৪১-০০০৪ এর সা‌থে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থ‌লে ৩ জন মারা যান। আহত হন আরও ৪ জন। আহতদের স্থানীয় হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা জানান, দুটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটেছে। মরদেহ খুললাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এএইচএ

×