ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল

হাফিজুর রহমান.নিজস্ব সংবাদদাতা, মধুপুর, টাঙ্গাইল

প্রকাশিত: ১৬:২০, ১৭ মে ২০২৫

বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে ধনবাড়ীতে বিক্ষোভ মিছিল

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর শাখা’র নেতৃবৃন্দরা।

শুক্রবার(১৬ মে) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল ধনবাড়ী উপজেলা শাখা’র দলীয় কার্যালয় চালাষ চৌরাস্তা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক হয়ে ধনবাড়ী প্রেসক্লাবের সামনে দিয়ে ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কর্যালয়ে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।  

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল কেন্দ্রীয় কমিটির সদস্য কামরুল হাসান টুটুল, ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী দলের সভাপতি সরকার আলাউদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান পাপ্পু, পৌর ব্যবসায়ী দলের সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক আল-আমিন, উপজেলা ব্যবসায়ী দলের সিনিয়র সহ-সভাপতি শামীম রেজা, ফরিদুল হক স্বপন, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, সহ সভাপতি জাহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাগর আহম্মেদ, কৃষি বিষয়ক সম্পাদক সোহেল রানা, পৌর ব্যবসায়ী দলের সিনিয়র সহ-সভাপতি সুমন, ফরিদুল হক, পরিবন বিষয়ক সম্পাদক সবুজ মিয়া ও ক্রীড়া সম্পাদক পারভেজ সওদাগর সহ অন্যান্যরা।

এসময় বক্তারা আগামী নির্বাচনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ব্যবসায়ী দলের সকল নেতা ও কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে টাঙ্গাইল-১ মধুপুর-ধনবাড়ী আসনে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ফকির মাহবুব আনাম স্বপন কে এমপি বানাতে দেশ ও দেশের জনগনের কল্যানে কাজ করার আহবান জানান।

সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দল ধনবাড়ী উপজেলা ও পৌর শাখার সকল নেতাকর্মী ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

 

রাজু

×