ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

কুড়িগ্রামে আইন সহায়তা ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজু মোস্তাফিজ, কুড়িগ্রাম

প্রকাশিত: ১৬:১৭, ১৭ মে ২০২৫

কুড়িগ্রামে আইন সহায়তা ক্যাম্পেইন অনুষ্ঠিত

কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি ক্রিয়া, মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতির আয়োজনে, মানুষের জন্য ফাউন্ডেশন কুড়িগ্রামে জেন্ডার সমতা ও আইন সহায়তা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭মে) সকালে  শহরের খলিলগন্জস্থ এএফএডি হলরুমে সভা অনুষ্ঠিত হয়।জিকা কমিটির সভাপতি সফি খান এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন- সাবেক সিভিল সার্জন ডাঃ আমিনুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, অ্যাডভোকেট মাহবুবা আক্তার চুমকি, এএফএডি'র নির্বাহী পরিচালক সাঈদা ইয়াসমিন, নারী, নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, অধ্যক্ষ প্রতিমা চৌধুরী, আঞ্চলিক সমন্বয়কারী মোঃ আব্দুস সালাম, এমজেএসকেএস প্রকল্প কর্মকর্তা রত্না রানী, ওয়ানস্টোপ আইসিস পেলের প্রোগ্রাম অফিসার আল ইমরান,  প্রমুখ ।

এ সময় বক্তারা, নারী নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, জলবায়ুর পরিবর্তন ও আইনি সহায়তার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন ।

রাজু

আরো পড়ুন  

×