
ছবি : জনকণ্ঠ
বরিশালের বাকেরগঞ্জে গৃহবধূ সাগরিকা হালদার হত্যা মামলার প্রধান আসামি স্বামী মাধব সরদারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৮টার সময় বাকেরগঞ্জ থানার এসআই সবিতা গোপন সংবাদের ভিত্তিতে গলাচিপা উপজেলার বেতাগী ইউনিয়নের সানকি গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামি মাধব সরদার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের রাজেশ্বর সরদারের ছেলে।
এর আগে সাগরিকা হালদার হত্যার ঘটনায় গত (১২ মে) নিহতের বাবা রমেশ হালদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নম্বর-২১।
নিহত সাগরিকা (২৪) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া গ্রামের রমেশ হালদারের কন্যা। ২০১৬ সালে মাধব সরদারের সঙ্গে সাগরিকার পারিবারিকভাবে বিবাহ হয়। এই দম্পতির ৬ বছরের নিরব নামের একটি শিশু সন্তান রয়েছে।
বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, গত (১১ মে) মাধব সরদার যৌতুকের দাবিতে তার স্ত্রী সাগরিকা হালদারকে মারধর করে হত্যা করেন। গ্রেপ্তার এড়াতে স্ত্রীর লাশ রেখে পালিয়ে যান। এ ঘটনায় নিহত সাগরিকার পিতা বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মাধব সরদারকে গ্রেপ্তার করা হয়েছে।
সা/ই