ঢাকা, বাংলাদেশ   রোববার ১৮ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

মো সাইফুল ইসলাম, আখাউড়া

প্রকাশিত: ১৫:৩২, ১৬ মে ২০২৫

আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লিচু গাছ থেকে পড়ে মো: জাকির হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত জাকির হোসেন চাঁনপুর গ্রামের শিরু মোল্লার ছেলে । 

নিহত জাকিরের ভাই মো: মনির মোল্লা জানায়, জাকির ও সে একসাথে জুমা মামাজ পড়ে দাওয়াত খাওয়ার জন্য গ্রামের এক বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু আর যাওয়া হলনা।

তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে জাকির মোল্লা নিজের গাছে উঠে লিচু পাড়তে গিয়ে অসাবধানতায় নিচে পড়ে গুরুত্ব আহত হয়। পরে উপজেলা স্বাস্থ্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা: নুসরাত জাহান দুপুর ১টায় তাকে মৃত ঘোষণা করেন।

আখাউড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোহাম্মদ ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

রাজু

×