ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বন্ধুর বউকে ভাগিয়ে নিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

নিজস্ব সংবাদদাতা, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।

প্রকাশিত: ২০:৫১, ১৫ মে ২০২৫; আপডেট: ২০:৫২, ১৫ মে ২০২৫

বন্ধুর বউকে ভাগিয়ে নিয়ে দুই বছর ধরে ধর্ষণের অভিযোগ গ্রাম পুলিশের বিরুদ্ধে

গোবিন্দগঞ্জে বন্ধুর বউকে ভাগিয়ে এনে বিয়ে না করে দুই বছর ধরে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে এক গ্রাম পুলিশ সদস্যের বিরুদ্ধে। অভিযুক্ত গ্রামপুলিশ অভিযুক্ত তিলক চাঁন (৪৫) উপজেলার নাকাই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গ্রামপুলিশ পদে কর্মরত। তিনি ওই ইউনিয়নের ডুমুরগাছা গ্রামের রামপতি রবিদাসের পুত্র।


এ ঘটনায় নির্যাতিতা ওই নারী তিলক চাঁনকে আসামি করে ১৩ মে মঙ্গলবার রাতে গোবিন্দগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কিাছে একটি অভিযোগ দায়ের করেন। 


অভিযোগ সূত্রে জানা গেছে, রংপুরের পীরগঞ্জ উপজেলার খাসতালুক গ্রামের গনেশের পুত্র জনৈক ভীম বাবুর বন্ধু হবার সূত্রে তিলক চাঁন মাঝেমধ্যেই ভীম বাবুর বাড়ীতে যাতায়াত করতেন। এরই এক পর্যায়ে তার স্ত্রীকে প্রেমের সম্পর্কে জড়িয়ে ২০২৩ সালের ৯ জুন মধ্যরাতে পালিয়ে যান তাকে নিয়ে। এরপরে তিনি উপজেলার নাকাই ইউনিয়নের কুঞ্জনাকাই গ্রামের জনৈক হায়দার আলীর বাসা ভাড়া নিয়ে সেখানে বসবাস শুরু করেন।


ওই নারী জানান, সেই থেকে এ পর্যন্ত দীর্ঘ প্রায় দুই বছর ধরে তাকে বিয়ে না করেই তার সাথে ঘর-সংসার করে আসছেন তিলক। একাধিকবার তাকে মন্দিরে গিয়ে বিয়ে ও রেজিস্ট্রি করার জন্য চাপ দিলেও বিয়ে না করে উল্টো মারধরসহ নির্যাতনের শিকার হতে হয়েছে। বিয়ের নামে তালবাহানা ও ব্ল্যাকমেইল করে মাসের পর মাস ধরে তাকে লাগাতার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তবে এ অভিযোগ অস্বীকার করে তিলক বলেন, মন্দিরে গিয়ে বিয়ে ও রেজিস্ট্রি করা না হলেও ২০২৩ সালের ১১ জুন ঢাকা নোটারী পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে বিবাহের চুক্তিনামা সম্পাদনা করা হয়েছে। ওই চুক্তিনামা অনুযায়ী ঘর-সংসার করে আসছি।


গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

রিফাত

×