ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

রাস্তা দখল করে মার্কেট নির্মাণে বাধা দেয়ায় ছাত্রদল নেতাসহ দুজনকে মারধর

সাভার প্রতিনিধি।

প্রকাশিত: ১৯:৪৩, ১৫ মে ২০২৫

রাস্তা দখল করে মার্কেট নির্মাণে বাধা দেয়ায় ছাত্রদল নেতাসহ দুজনকে মারধর

সাভারের আশুলিয়ায় রাস্তার জায়গা দখল করে দোকান নির্মাণে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাসহ দুইজনকে পিটিয়ে জখম করেছে স্থানীয় সন্ত্রাসীরা। আহতরা বর্তমানে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীরা। 


বৃহস্পতিবার (১৫ মে) সকালে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের খেজুরটেক বাজারে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন, আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রহমান বিপ্লব এবং রিকশা চালক আবুল হোসেন। অন্যদিকে অভিযুক্তরা হল খেজুরটেক এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে আবুল হোসেন ওরফে শান্ত (৪৫) এবং মো. আব্দুল কুদ্দুস (৫০)। 


অভিযোগপত্র সূত্রে জানা যায়, খেজুরটেক বাজারের রাস্তার পাশের জায়গায় কিছুদিন আগে থেকে দোকান নির্মাণ শুরু করে স্থানীয় আবুল হোসেন শান্ত ও আব্দুল কুদ্দুস। শুরু থেকে এর বিরোধিতা করে আসছিলেন এলাকাবাসী। কিন্তু তারা দোকান নির্মাণ অব্যাহত রাখে। এতে রাস্তা সরু হয়ে যাওয়ায় বাজারে জ্যামের সৃষ্টি হয়। আজ সকালে জ্যাম লাগলে ভুক্তভোগী রিকশাচালক আবুল হোসেন ও ছাত্রদল নেতা বিপ্লব জ্যাম ছুটানোর চেষ্টা করার সময় শান্ত ও কুদ্দুসসহ কয়েকজন এসে তাদের লাঠি ও হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান।


এ ব্যাপারে ভুক্তভোগী রিকশা চালক আবুল হোসেন বলেন, প্রতিদিন এই রাস্তায় গার্মেন্টস শুরু ও ছুটির পর যাত্রীর চাপ বাড়ে আর তাই এখানে যানজটের সৃষ্টি হয়। আজকে সকালেও জ্যাম লাগলে আমি তা ছোটানোর জন্য কাজ করতে থাকি। এসময় দোকান নির্মাণকাজ করতে থাকা আবুল এবং কুদ্দুস এসে আমার উপর অতর্কিত হামলা চালিয়ে হাতুরি ও কাঠ দিয়ে পিটিয়ে আমাকে মারাত্মক জখম করে। পরে আমাকে বাঁচাতে আসলে বিপ্লব ভাইকেও মারধর করে তারা।


আশুলিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রহমান বিপ্লব বলেন, আবুল হোসেন শান্ত এবং কুদ্দুসরা আমাদের বাজারের মুল সড়কের পাশের জায়গা দখল করে দোকান নির্মাণ করছে। এটি নিয়ে আমরা এলাকাবাসী এর আগেও তাদের বাধা দিয়েছিলাম কিন্তু তারা সেটি না শুনে নির্মাণ চালিয়ে যায়। এতে সড়ক সরু হয়ে রাস্তায় যানজট তৈরি হয়ে। আজকে সকালে সড়কটিতে জ্যাম লাগলে সড়কে চলাচলরত আবুল নামে এক রিকশা চালক গাড়ি থেকে নেমে জ্যাম নিরসনে কাজ করতে থাকলে অভিযুক্ত আবুল হোসেন শান্ত এবং কুদ্দুস হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে তাকে বেধড়ক মারতে থাকে। এসময় আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করে তারা। 


এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ কর হবে।

রিফাত

×