ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

পটিয়ায় ট্রেন থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

বিকাশ চৌধুরী, নিজস্ব সংবাদদাতা,পটিয়া,চট্টগ্রাম

প্রকাশিত: ১৮:৫৫, ১৫ মে ২০২৫

পটিয়ায় ট্রেন থেকে পড়ে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত

পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার খানমোহনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওসমান গনি সাতক্ষিরা থানার ফজর আলীর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, ওসমান গনি সাতক্ষিরা থেকে তার কয়েকজন সহপাঠী ও শিক্ষক নাজমুল ইসলামের সঙ্গে কক্সবাজার ভ্রমণে যান। সফর শেষে বুধবার দুপুরে তারা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনে ওঠেন। ট্রেনটি পটিয়ার খানমোহনা স্টেশনের কাছাকাছি পৌঁছালে ওসমান গনি ওয়াশরুম ব্যবহার করতে যান।

ওয়াশরুম থেকে বের হয়ে চলন্ত ট্রেনের দরজার কাছে দাঁড়ানোর সময় হঠাৎ ঝাঁকুনিতে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তিনি। সঙ্গে থাকা সহযাত্রীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে লক্ষ্য করেন এবং স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরুজ জাহান আনিকা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

নিহতের সঙ্গে থাকা শিক্ষক নাজমুল ইসলাম বলেন, “ওসমান গনি ট্রেনের দরজার কাছে দাঁড়িয়ে ছিল। হঠাৎ ট্রেনের একটি বড় ঝাঁকুনিতে সে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই সবকিছু ঘটে যায়, কিছু বোঝার আগেই আমরা তাকিয়ে দেখি সে নিচে পড়ে গেছে।”

তিনি আরও বলেন, “ওসমান খুব ভদ্র, নম্র এবং শান্ত স্বভাবের ছাত্র ছিল। তার এমন মৃত্যু আমাদের সবার জন্য গভীর শোকের।”

পটিয়ায় রেলওয়ে ষ্টেশন মাষ্টার রাশেদুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে, এ ঘটনায় ট্রেনের অন্যান্য যাত্রী এবং স্থানীয়রা চলন্ত ট্রেনের দরজা খোলা রাখাকে নিরাপত্তার জন্য বড় ঝুঁকি বলে মন্তব্য করেন। তারা রেলওয়ে কর্তৃপক্ষের কাছে চলন্ত ট্রেনের দরজা ব্যবস্থাপনায় আরও কড়াকড়ি ও নিরাপত্তা জোরদারের দাবি জানান

আলীম

×