
ছবি: সংগৃহীত।
গোপালগঞ্জের মুকসুদপুরে মেডিকেল কলেজে (এমবিবিএস) ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে বিষপানে আত্মহত্যা করেছে ইমন বিশ্বাস (১৯) নামে এক মেধাবী শিক্ষার্থী। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় চলছে শোকের মাতম।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইমন মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ী ইউনিয়নের খোরট গ্রামের বাসিন্দা ও ইন্দুহাটি হলধর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুবাস চন্দ্র বিশ্বাসের একমাত্র ছেলে। ইমন প্রাথমিক শিক্ষা সমাপনীতে ট্যালেন্টপুলে বৃত্তি, অষ্টম শ্রেণিতে সাধারণ বৃত্তি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছিল। তিনি সর্বশেষ ঢাকা মাইলস্টোন কলেজ থেকে এইচএসসি পাস করেন।
চলতি বছর এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ইমন। ১১ মে (শনিবার) রাতে তিনি বিষপান করেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে ফরিদপুর মেডিকেল হয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৩ মে সন্ধ্যায় ইমন মারা যান।
ইমনের শিক্ষক বাবা সুবাস চন্দ্র বিশ্বাস বলেন, "আমার ছেলে পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। সে সবসময় ডাক্তার হতে চেয়েছিল। একবার না পারলে আবার চেষ্টা করত, কিন্তু এমন সিদ্ধান্ত নেবে বুঝতে পারিনি।"
স্থানীয় শিক্ষক, প্রতিবেশী ও সহপাঠীরা জানায়, ইমনের মতো মেধাবী ছেলের এমন মর্মান্তিক মৃত্যু মুকসুদপুরবাসীর হৃদয় ভেঙে দিয়েছে।
নুসরাত