ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৩ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ব্যক্তি শেখ হাসিনার স্বৈরশাসন প্রবর্তনের কারণে আপনি দলকে নিষিদ্ধ করে দিবেন?: এলডিপির মহাসচিব

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা ও দাউদকান্দি

প্রকাশিত: ২১:০৯, ১২ মে ২০২৫; আপডেট: ২১:০৯, ১২ মে ২০২৫

ব্যক্তি শেখ হাসিনার স্বৈরশাসন প্রবর্তনের কারণে আপনি দলকে নিষিদ্ধ করে দিবেন?: এলডিপির মহাসচিব

ছবি: জনকণ্ঠ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ বলেছেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে দায়-দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে৷ আওয়ামী লীগের সকল কার্যক্রম বন্ধ করা হয়েছে সরকারের মদদে বলে মন্তব্য করেন৷

সোমবার (১২ মে) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলার কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে এলডিপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, "আপনি কিছু লোক ও কয়েকজন ছেলেকে লেলিয়ে একটি দলকে নিষিদ্ধ করতে তাদেরকে আন্দোলনে মাঠে নামতে উদ্বুদ্ধ করেছেন। এনসিপি নামে একটি নতুন দল গঠিত হয়েছে, কয়েকজন পোলাপান সেখানে আছে শুধুমাত্র তাদের আন্দোলনে বা শুধুমাত্র জামায়াত ইসলামের আন্দোলনে একটি দলকে নিষিদ্ধ বা একটি দলের কার্যক্রম বন্ধ করে দিবেন? এতে যদি কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায়-দায়িত্ব নিতে হবে।"

তিনি আরও বলেন, "১৯৪৯ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে এ দল প্রতিষ্ঠা লাভ করে। এ দল বিভিন্ন সময় বিভিন্নভাবে এ দেশ এবং জাতিকে নেতৃত্ব দিয়েছে। কিন্তু আজ একজন ব্যক্তি শেখ হাসিনার স্বৈরশাসন প্রবর্তনের কারণে আপনি দলকে নিষিদ্ধ করে দিবেন কেন? দলকে নিষিদ্ধ করার একমাত্র মালিকানা হলো জনগণের।"

ড. রেদোয়ান আহমেদ বলেন, "আজকে আওয়ামী লীগের নেতা-নেত্রী হিসেবে শেখ হাসিনা এবং তার দলের লোকেরা যে অন্যায় করেছে প্রথম তাদের গ্রেফতার করে সাজা দেন। তাদের বিরুদ্ধে রায় দেয়ার পরে কোন জায়গাতে যদি দল হিসেবে তাদের অন্তর্ভুক্তি থাকে তখন তাদের দলের কার্যক্রম বন্ধ করবেন। কোন রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করে দেয়ার ফল ভাল হয়না। আওয়ামী লীগ একটি বড় সংগঠন তাদের কার্যক্রম আপনি বন্ধ করে দিয়েছেন। এরা গোপন সংগঠন করতে পারে, দেশে নানা রকম গোপন সংগঠনের কার্যক্রম চালিয়ে মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে পারে।"

সমাবেশে চান্দিনা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদলের সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কুর সঞ্চালনায় মাধাইয়া ইউনিয়ন এলডিপি’র সিনিয়র সহ-সভাপতি শাহ্ আলম মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা এলডিপি সভাপতি একেএম সামছুল হক মাস্টার, এলডিপির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের, সাংগঠনিক সম্পাদক শাহজাহান সিরাজ।

এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য দেন বাতাঘাসী ইউপি চেয়ারম্যান এড. সাদেকুর রহমান, মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি সামাদ আড়তদার, সহ-সভাপতি ফরিদ হাজী, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবকদল সিনিয়র সহ-সভাপতি জাকারিয়া সুমন, উপজেলা গণতান্ত্রিক যুবদল সাধারণ সম্পাদক রাজিব আহমেদ ভূইয়া, প্রভাষক সোহেল খাঁন প্রমুখ।

এএইচএ

×