
ছবিঃ সংগৃহীত
সারা দেশের ন্যায় আলুর দাম কমানোর প্রতিবাদে ও প্রতি কেজি আলুর মূল্য ৩৫ থেকে ৩৭ টাকা মূল্য নির্ধারণের দাবিতে টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএডিসি আলু চাষীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১২এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের নলহরা বাসস্ট্যান্ডে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা। এসময় ঘণ্টাব্যাপী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
মানববন্ধনে বিএডিসি আলু বীজ কৃষক ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ শামছুদ্দৌহা তাপস, বিএডিসি মধুপুর জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সাধারণ সম্পাদক এফ আর মুকুল হোসেন, বিএডিসি মালতী জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সাংগঠনিক সম্পাদক রাশিদুজ্জামান স্মরণ সহ মধুপুর ও ধনবাড়ী জোনের বিএডিসি’র কৃষক নেতারা বক্তব্য দেন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)’র চুক্তিভিত্তিক আলু চাষীদের গত বছরের তুলনায় এবছর প্রতি কেজিতে ৮ থেকে ১০ টাকা কম মূল্য নির্ধারণ করার প্রতিবাদে তারা এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
আলুর দাম কম নির্ধারণ করায় তাদের উৎপাদন খরছ উঠছে না। ফলে কৃষক ক্ষতির মুখে। বর্তমানে দেশের বাজারে প্রতি কেজি আলু’র খুচরা বাজার মূল্য ২৫ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। তাই দ্রুত বিএনডিসি’র চাষীদের প্রতি কেজি আলুর মূল্য ৩৫ থেকে ৩৭ টাকা মূল্য নির্ধারণ করতে সরকারের কাছে দাবি জানান। যদি উচ্চ মূল্য না দেওয়া হয় আগামী দিনে কঠোর আন্দোলন করার হুশিয়ারি দেন চাষীরা।
বিএডিসি মালতী জোনের চুক্তিবদ্ধ কৃষক ফোরামের সদস্য রুবেল ফকির, নয়ন তরফদার, ব্লক লিডার আসাদুজ্জামান কাকন, মধুপুর জোনের চাষী আব্দুস ছালাম ও সেকান্দর আলী, উসমান আলী, আব্দুস ছালাম, সাইফুল ইসলাম, শরীফ হোসেন,সহ মধুপুর ও ধনবাড়ী এলাকার বিএডিসি’র চুক্তিবদ্ধ সকল চাষীরা উপস্থিত ছিলেন।
ইমরান