
ছবি: জনকণ্ঠ
বরিশাল জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। দিনের পর দিন প্রচণ্ড গরমে জনজীবন হয়ে পড়েছে দুর্বিষহ। জেলার বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। রাস্তাঘাটে মানুষের চলাচল কমে গেছে, কর্মজীবী মানুষও নানা সমস্যায় পড়ছেন। গরমের তীব্রতা থেকে সামান্য স্বস্তির আশায় অনেকে ভিড় করছেন নদী ও জলাশয়ের ধারে।
বাকেরগঞ্জের উপজেলা শহরের পাশ দিয়ে বয়ে গেছে তুলাতলা নদী। আর এই নদীতে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের ভিড় দেখা যাচ্ছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণরা নদীতে নেমে গোসল করে খানিকটা স্বস্তি পাচ্ছেন। অনেকে আবার নদীতীরে বসে সময় কাটাচ্ছে। কেউ আবার নদীতে গোসল করে সাঁতার কাটছেন। আর এই দৃশ্য প্রতিদিন দেখা যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। দুপুর গড়ালে উপজেলা শহরের বিভিন্ন স্থান থেকে আসা শিশু-কিশোর ও তরুণদের আগমনে মেলায় পরিণত হয় তুলাতলা নদী। নদী তীরের ঢেউ আর প্রচন্ড বাতাসে এক মনোরম পরিবেশে সৃষ্টি হয়। আর এই নদীর তীরে পড়ন্ত বিকেলে ছুটি আসেন শতশত দর্শনার্থীরা একটু স্বস্তির ঠান্ডা বাতাস উপভোগ করতে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এই তাপপ্রবাহ আরও কয়েকদিন থাকতে পারে। এ সময় সবাইকে হালকা খাবার খাওয়ার, বেশি করে পানি পান করার এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
পৌর শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই প্রখর রোদে কাজ করছেন দিনমজুর, রিকশাচালক ও নির্মাণ শ্রমিকরা। কেউ কেউ গরমের তীব্রতায় বারবার কাজ থামিয়ে গাছতলা বা টিনের ছাউনির নিচে আশ্রয় নিচ্ছেন। অতিরিক্ত গরমে শরীরের পানি ও লবণের ঘাটতিজনিত নানা স্বাস্থ্যঝুঁকি বাড়ছে বলেও জানা গেছে।
বরিশাল আবহাওয়া অফিসের উচ্চপর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বরিশালে কিছু এলাকায় বাতাসের জলীয়বাষ্পের পরিমাণ ওঠানামা করছে। বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ভ্যাপসা গরম আরও বেশি অনুভূত হচ্ছে। বৈশাখের শেষ দিকে গরমের তীব্রতা বাড়াটাই স্বাভাবিক।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশজুড়ে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। চলমান মৃদু তাপপ্রবাহ আরও তীব্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি।
গরমের এই প্রবণতায় দিন দিন বাড়ছে জনদুর্ভোগ। বাইরে কাজ করা যেমন কষ্টসাধ্য হয়ে উঠেছে, তেমনি ঘরের ভেতরেও মিলছে না স্বস্তি। এখন বাকেরগঞ্জ বাসীর একমাত্র আশার প্রতীক একটু স্বস্তিদায়ক বৃষ্টি।
এএইচএ