
ছবি: দৈনিক জনকন্ঠ
ঢাকার নবাবগঞ্জে কম্বাইন হারভেস্টার দ্বারা সমলয়ের প্রদর্শনীর বোরো ধান কর্তনের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১২ মে) বেলা সাড়ে ১২টায় উপজেলার কৈলাইল ইউনিয়নের তেলেঙ্গা চক এলাকায় এ অনুষ্ঠান করা হয়।
২০২৪-২৫ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তায় রবি মৌসুমে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের (ব্রিধান-৮৯) এ প্রদর্শনী করা হয়। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়ন করছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো: শফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, “কৃষিতে যান্ত্রিকীকরণের বিকল্প নেই। শ্রমিক সংকটের এসময়ে সমলয় পদ্ধতি একটি কার্যকরী পদ্ধতি। একটি চকে একই সাথে বীজতলা, চারা রোপণ ও কর্তনে শ্রমিক সংকটের সমাধান এ পদ্ধতি। এতে কৃষি এবং কৃষকের উন্নয়নে অবদান রাখবে বলে আশাবাদী।”
তিনি বলেন, কৃষি আমাদের প্রাণ। শ্রম বাজারের সাথে সমন্বয় না থাকায় কৃষকরা দিন দিন এ পেশায় বিমুখ হচ্ছেন। তার সাথে কমে যাচ্ছে কৃষি জমি। কৃষিকে টিকিয়ে রাখতে বছরে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার। সরকারের সদিচ্ছা সত্ত্বে ভর্তুকি বেড়ে চলছে। কৃষি আধুনিকীকরণে, কৃষি যন্ত্রের ব্যবহার বেড়ে চলছে। এর জন্য নতুন প্রজন্মকে কৃষিতে উদ্বুদ্ধ করতে হবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলরুবা ইসলাম এতে সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) নাজিয়াত আহমেদ, অতিরিক্ত উপপরিচালক (পিপি) মোহাম্মদ রিজওয়ানুল বারী।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানিয়া সুলতানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা মন্ডল, সমলয়ের চাষীদের পক্ষে কৃষক মো: সিরাজ প্রমুখ।
মিরাজ খান