ঢাকা, বাংলাদেশ   সোমবার ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফেনী সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার

নিজস্ব সংবাদদাতা, ফেনী

প্রকাশিত: ১৯:১২, ১২ মে ২০২৫

ফেনী সীমান্তে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও টহল জোরদার

ছ‌বি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত ফেনী সীমান্তে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। ভারত-পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি তৈরির শুরু থেকে ফেনী ৪ বিজববির আওতায় মোট ১২৬ কিলোমিটার সীমানা জুড়ে এ তৎপরতা জোরদার করা হয়েছে বলে জানান ফেনী  ৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক (পরিচালক) লেঃ কর্ণেল মোহাম্মদ মোশারফ হোসেন।

সোমবার সকালে ফুলগাজীর খাজুরিয়া, পরশুরামের নিজকালিকপুর ও ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম, সত্যনগর, চম্পক নগর সহ বিভিন্ন সীমান্তে বিজিবি টহল দিতে দেখা যায়।

টহল বাড়ানোর বিষয়ে ৪ বিজিবির ফেনীর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ এর মহাপরিচালকের সুনির্দিষ্ট দিকনির্দেশনায় বিজিবি প্রতিটি সদস্য অত্যন্ত নিষ্ঠা দক্ষতা ও পেশাদারিত্বের সাথে সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে। বর্তমান প্রেক্ষাপট ও সীমান্তে নানা পরিস্থিতিতে ফেনী সীমান্ত সুরক্ষা ও স্থানীয় জণগনের নিরাপত্তা বিধানে বিজিবি, স্থানীয় প্রশাসন, পুলিশকার্যক্রম গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। সীমান্তের দায়িত্বপূর্ণ এলাকায় সর্বদা সজাগ সতর্ক থেকে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে হুঁশিয়ারি জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি চলমান থাকবে।

এএইচএ

×