
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন, “দেশ স্বাধীন হওয়ার পর বহু রাজনৈতিক দলকে ক্ষমতায় দেখতে পেয়েছি। তারা শুধু দুর্নীতি, লুটপাট ও চাঁদাবাজির মাধ্যমে নিজেদের স্বার্থ হাসিল করেছে। কেউই জনগণকে প্রকৃত শান্তি দিতে পারেনি এবং পারবেও না।”
তিনি বলেন, “আমরা এখনো ইসলামী শাসনব্যবস্থা দেখি নাই। যদি দেশে ইসলামী শাসনব্যবস্থা চালু হয়, তাহলে ইনশাআল্লাহ দেশব্যাপী শান্তি প্রতিষ্ঠিত হবে এবং সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।”
রবিবার বিকেল ৫টায় নওগাঁর সাপাহার সদরের জিরো পয়েন্ট মুক্তমঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাপাহার উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণসমাবেশে সভাপতিত্ব করেন সাপাহার উপজেলা শাখার সভাপতি খন্দকার ফারুক আহম্মেদ। এতে আরও বক্তব্য রাখেন—নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মো. আশরাফুল ইসলাম, ইত্তেহাদুল ওলামা পরিষদের সভাপতি হাফেজ ইউসুফ আব্দুল্লাহ, উপজেলা সেক্রেটারি মো. আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন এবং সাবেক সভাপতি বেলাল হোসেন প্রমুখ।
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজু