
ছবি: দৈনিক জনকন্ঠ
পাবনার চাটমোহর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতা গ্রেপ্তার।
রবিবার (১১ মে) তাদেরকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার হান্ডিয়াল ইউনিয়ন যুবলীগের সভাপতি মো: আমিনুর রহমান (৪৭), একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড যুবলীগের সদস্য পানাকুড়া গ্রামের মো: নাসির উদ্দিন (৪৪), বিলচলন ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নটাবাড়ীয়া গ্রামের মো: হোসেন আলী (৫৫), একই ইউনিয়নের কুমারগাড়া গ্রামের চাটমোহর উপজেলা সড়ক পরিবহণ শ্রমিকলীগের সভাপতি মো: আলতাব হোসেন (৪৯), এবং নিমাইচড়া ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সমাজ বলজপুর গ্রামের ইউপি সদস্য মো: সুজন আলী (৪৪)।
চাটমোহর থানা অফিসার ইনচার্জ মো: মঞ্জুরুল আলম জানান, ‘শনিবার রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে এ সকল আসামিদের গ্রেপ্তার করা হয়। তারা সকলেই চাটমোহর থানার বিস্ফোরক দ্রব্য মামলার আসামি। তাদের পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।’
মিরাজ খান