
লক্ষ্মীপুরের কমলনগরে সদস্য ফরম বিতরণ উপলক্ষে যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সাবেক সাংসদ এবিএম আশরাফ উদ্দিন নিজানের বাসভবনে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের আহবায়ক মাওলানা ইউসুফ পাটওয়ারী সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন
জেলা যুবদলের আহবায়ক রেজাউল করিম লিটন। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রশিদুল হাসান লিংকন। বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক মো. গোলাম কাদের, যুগ্ম আহবায়ক এম দিদার হোসন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সোহরাব হোসেন বুলু। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবু সায়েদ দোলনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এ্যাড আমজাদ হোসেন, সদস্য আবদুল করিম, মোশাররফ হোসেন হাওলাদার, এ্যাড ফখরুল ইসলাম মাহমুদ, মো হেলাল উদ্দিন, শাহেদ হাওলাদার ও আবদুর রহমান পাটওয়ারী প্রমুখ।
রাজু