
মুকসুদপুরে জাতীয়তাবাদী যুবদল, মোচনা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে )বিকালে মুকসুদপুর উপজেলার খানপুরা বটতলা মাঠে মোচনা ইউনিয়ন যুবদলের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এ কর্মী সম্মেলনের আয়োজন করে।
বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক মোঃ আসাদ শিকদার, সদস্য সচিব মোঃ মাহফুজ হাসান, উপজেলা বিএনপির ক্রীড়া সম্পাদক আবু সাঈদ খান, মোচনা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাসুদ শেখ।
ওই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মোচনা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ বাদশা শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ ওয়াদুদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল লসলাম সরদার, মোচনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: রিজভী মোল্যা, ছাত্রদলনেতা আল- আমিন শেখসহ অন্যান্য নেতৃবৃন্দ।
রাজু