
ছবি: সংগৃহীত
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তে পাঁচ শতাংশ রেয়াত পাওয়া যাবে বাড়িতে ছাদ বাগান ও আঙিনায় বাগান থাকলে, বললেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ষ্ঠ কর্পোরেশন সভায় তিনি এ কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আগামী ১১ মে ২০২৫ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ট্যাক্স মেলা আয়োজন করা হবে, যেখানে নাগরিকরা সহজেই ট্যাক্স প্রদান করতে পারবে ও বিশেষ রেয়াত সুবিধা পাবে।
ডিএনসিসি এলাকায় দশ হাজারের বেশি অবৈধ অটোরিক্সা চার্জিং স্টেশন রয়েছে যা বন্ধে জন্য দ্রুত জ্বালানী মন্ত্রণালয়ের সাথে কথা বলবে জানালেন ডিএনসিসি প্রশাসক। এছাড়া ৬ষ্ঠ কর্পোরেশন সভায় বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে নামকরণ করা চারটি স্থাপনার নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়। এগুলো হলো, বনানীতে শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ-কে বনানী চেয়ারম্যান বাড়ি মাঠ, মধুবাগে বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খাঁন কমপ্লেক্স- কে “মধুবাগ কমিউনিটি সেন্টার, কালশীতে হারুন মোল্লাহ ফ্লাইওভার- কে কালশী ফ্লাইওভার নামকরণ করা হয়।
সভায় বিইপিআরসি ইজিবাইক প্রজেক্ট নতুন স্ট্যান্ডার্ডাইজ মডেলের তিন চাকার স্বল্প গতিতে ই-রিক্সার টাইপ-অনুমোদন ও রেজিস্ট্রেশন বিষয়ক প্রস্তাবনা প্রণয়ন করা হয়। এই প্রস্তাবনা অনুযায়ী প্রোটোটাইপ প্রস্তুত করতে প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে আহবান জানান প্রশাসক মহোদয়।
সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মোঃ কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগেঃ জেনাঃ মোঃ মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এবং সরকারের অন্যান্য সংস্থার প্রতিনিধিবৃন্দ।
আসিফ