ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতার বিরুদ্ধে স্নাতক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ১৯:০৭, ৩০ এপ্রিল ২০২৫

বিএনপি নেতার বিরুদ্ধে স্নাতক পরীক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগ

ছবি সংগৃহীত

বরিশালের গৌরনদীতে এক স্নাতক কলেজছাত্রী যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগ এনেছেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক স্বপন হাওলাদার এবং তার সহযোগীদের বিরুদ্ধে। অভিযোগপত্র থানায় জমা দিলেও তিন দিন পেরিয়ে গেলেও মামলা রেকর্ড না হওয়ায় ভুক্তভোগী ক্ষোভ প্রকাশ করেছেন।

লিখিত অভিযোগে জানা গেছে, হোসনাবাদ নিজাম উদ্দিন ডিগ্রি কলেজের ওই ছাত্রী বর্তমানে ঢাকায় স্বামীর সঙ্গে বসবাস করেন। গত ২১ এপ্রিল তিনি স্নাতক পরীক্ষায় অংশ নিতে নিজ গ্রামের বাড়ি—নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামে ফেরেন।

অভিযোগ অনুযায়ী, কলেজে যাওয়া-আসার পথে স্বপন হাওলাদার ও তার সহযোগীরা জুয়েল সরদার এবং কাইয়ুম খান পর্যায়ক্রমে তাকে উত্ত্যক্ত করছিলেন। বিষয়টি চূড়ান্ত রূপ নেয় ২৮ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে। ওই দিন ভুক্তভোগী ছাত্রী তার শিশুপুত্র ও ভাবিকে সঙ্গে নিয়ে নলচিড়া উচ্চ বিদ্যালয়ের পাশে পৌঁছালে, স্বপন হাওলাদার ও সহযোগীরা তাদের পথরোধ করে।

অভিযোগে বলা হয়, স্বপন হাওলাদার ভুক্তভোগী ছাত্রীর হাত ধরে টানাটানি শুরু করেন এবং এক পর্যায়ে স্পর্শকাতর স্থানে হাত দেন। চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্তরা দ্রুত পালিয়ে যান।

ভুক্তভোগী ছাত্রী জানান, ঘটনার পরপরই তিনি গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ করেন। কিন্তু অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় তিন দিনেও মামলা রেকর্ড করা হয়নি।

তবে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বিষয়টির সত্যতা স্বীকার করে বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আশিক

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার