ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

খাজনা আদায়ে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

শহিদুল ইসলাম, রাজবাড়ী।

প্রকাশিত: ১৭:৪০, ২৮ এপ্রিল ২০২৫

খাজনা আদায়ে বাঁধার অভিযোগে সংবাদ সম্মেলন

নিয়মতান্ত্রিক ও বৈধভাবে সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নেওয়ার পরও দৌলতদিয়া হাট ও বাজারের খাজনা আদায়ে বাঁধা প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ইজারাদার প্রতিষ্ঠান দেওয়ান ট্রেডার্স।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে গোয়ালন্দ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ান ট্রেডার্সের পার্টনার ও গোয়ালন্দ উপজেলা যুবদলের আহ্বায়ক ফারুক দেওয়ান।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, দেওয়ান ট্রেডার্স সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধভাবে দৌলতদিয়া বাজার ইজারা নেওয়ার পরও বাজার ব্যবসায়ী পরিষদের কথিত সভাপতি মোহন মণ্ডল গংদের বাঁধার কারণে আমরা খাজনার টাকা তুলতে পারছি না। তিনি তার নিজ স্বার্থে জেলে ও ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে আমাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।


তিনি আরও জানান, চলতি বছরের ১৯ মার্চ দেওয়ান ট্রেডার্স ৩২ লাখ ৮৩ হাজার ১০০ টাকায় দৌলতদিয়া বাজারের ইজারা গ্রহণ করে। সরকারি নির্দেশনা অনুযায়ী ১ বৈশাখ (১৪ এপ্রিল) থেকে শতকরা ৫ টাকা হারে খাজনা আদায়ের অনুমতি থাকলেও জেলেদের দুর্দশার কথা বিবেচনা করে ৩ টাকা হারে খাজনা নির্ধারণ করা হয়। এরপরও মোহন মণ্ডল গং এর বাঁধার কারণে নির্ধারিত সময়ের মধ্যে কোনো খাজনা আদায় সম্ভব হয়নি।


সংবাদ সম্মেলনে প্রশাসনের সহযোগিতা কামনা করে এবং খাজনা আদায়ে বাঁধা প্রদানকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান ভুক্তভোগীরা।


সংবাদ সম্মেলনে দেওয়ান ট্রেডার্সের অন্যান্য পার্টনার ছাড়াও ইলেকট্রনিক, প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

রিফাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার