ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বাবার কবরের পাশেই শায়িত হলেন জুলাই আন্দোলনের শহীদকন্যা লামিয়া

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

প্রকাশিত: ২৩:১৩, ২৭ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:১৬, ২৭ এপ্রিল ২০২৫

বাবার কবরের পাশেই শায়িত হলেন জুলাই আন্দোলনের শহীদকন্যা লামিয়া

ছবি: জনকণ্ঠ

জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ পটুয়াখালীর দুমকি উপজেলার জসিম উদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হওয়া কলেজ পড়ুয়া মেয়ে লামিয়াকে তার বাবা জসিম উদ্দিনের কবরের পাশেই দাফন করা হয়েছে।

রবিবার (২৭ এপ্রিল) রাত ৮ টার দিকে বাড়ির পাশে মাঠে লামিয়ার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় কেন্দ্রীয় ও জেলার  বিএনপি নেতৃবৃন্দ ও এনসিপির নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন।


লামিয়ার জানাজায় বিএনপির একটি প্রতিনিধি দল পটুয়াখালীর দুমকিতে চলে এসেছে। এই প্রতিনিধি দলে রয়েছেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আতিকুর রহমান রুমন ও মোকছেদুল মোমিন মিথুন।


এছাড়াও এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান শোকার্থ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন।


এসময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লামিয়া যখন বিচার চাচ্ছিল তখন সেই বিচারটি যদি নিশ্চিত হতো তাহলে লামিয়াকে আর মরতে হতো না। যে জন্য এত ছাত্র শ্রমিকের জীবন চলে গেল সেই আইনের শাসন এখনো নিশ্চিত হয়নি। লামিয়ার মৃত্যু আজ গোটা জাতির কাছে একটি প্রশ্ন বৃদ্ধ হয়ে দাঁড়িয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জুলাই গণঅভ্যুত্থান হয়েছে। গণতন্ত্রের মর্ম বাণী হচ্ছে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা। আদালত হচ্ছে মানুষের সর্বশেষ আশ্রয়ের জায়গা সেখান থেকে মানুষ যদি বিচার না পায় যে অন্ধকার নেমে আসে। জুলাই  আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ  জসিম উদ্দিনের  কথা মনে করিয়ে দিয়ে  বলেন, জুলাই-আগস্টের মহা বিপ্লবের জনগণের পক্ষে দাঁড়িয়ে বুক চিপিয়ে যিনি বুলেট বরন করে  পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এই শোক কাটতে না কাটতেই সেই পরিবারে আরেকটি শোকাবহ ঘটনা ঘটে গেল। শোকের মাতম দেখছি একটি পরিবারের মধ্যে।


সারজিস আলম বলেন, কিছু নরপিশাশ ছোবল থেকে আমরা আমাদের বোনকে রক্ষা করতে পারিনি। এটি বাংলাদেশের জন্য একটি শিক্ষা কোন বোনকে এভাবে যেন আমাদের আর না হারাতে হয়। এ ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে তাই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি। এই খুনিদের আগামী ৯০ দিনের ভিতর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চাই। এসব নরপিশাচদের মৃত্যুদণ্ড আমরা দেখতে চাই। এদের মৃত্যুদণ্ড প্রকাশ্যে না হলেও ভিডিও ধারণ করে তার জনসমক্ষে প্রচারের ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তিনি।


বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় সে। এ ঘটনার পর থেকে দীর্ঘদিন ধরে সে মানসিক যন্ত্রণায় ভুগে অবশেষে আত্মহননের পথ বেছে নিলেন কলেজ ছাত্রী। শনিবার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে রাজধানীর শেখেরটেকের ৬নং রোডের ভাড়া বাসা থেকে তাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনা হতবাক ও ক্ষুব্ধ করে তোলে এলাকাবাসীকে। 
রোববার সন্ধ্যায় লামিয়ার মরদেহ নিজ বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের নিজ বাড়িতে এসে পৌঁছে। এসময় এলাকায় শোকের ছায়া নেমে আসে। রাতেই নামাজের জানাজা শেষে বাবা শহীদ জসিমের কবরের  পাশেই শায়িত হলেন শহীদ কন্যা ।

 

চাচা মনিরুল ইসলাম জানায়, লামিয়া কলেজের পরীক্ষা দেয়ার জন্য  প্রস্তুতি নিচ্ছিল। তাই আজ রোববার  বিকালে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল লামিয়ার। শনিবার মার্কেট থেকে কিছু কেনাকাটাও করেন। সেই লামিয়া বাড়িতে যাচ্ছে, তবে লাশ হয়ে ।


লামিয়ার মৃত্যুর খবরে পটুয়াখালীর দুমকী উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। পরিবারের সদস্যরা জানান, ধর্ষণের পর থেকে চরম মানসিক অস্থিরতা, অপমানবোধ এবং সামাজিক চাপের কারণে লামিয়া চরম হতাশায় ভুগছিলেন। তাদের ধারণা, মানসিক যন্ত্রণাই শেষ পর্যন্ত তাকে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

 

পটুয়াখালী দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, গ্রেফতারকৃত দুই আসামি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে সংঘবদ্ধ ধর্ষণের কথা স্বীকার করেছেন। ডিএনএ টেস্টের জন্য আলামত পাঠানো হয়েছে। বর্তমানে তারা পটুয়াখালী কারাগারে আটক রয়েছেন।

মোখলেছুর/রবিউল

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার