
ছবি: সংগৃহীত।
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সুলেখা (৪৫) নামের এক স্ত্রীকে গলাকেটে করে হত্যা করেছে স্বামী। বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সুলেখা ওই গ্রামের রব মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০বছর আগে কলাগাছিয়া নয়াপাড়া গ্রামের আব্দুলের মেয়ে সুলেখা আক্তারের সাথে একই উপজেলার নারান্দী গ্রামের মৃত চান্দু মিয়ার ছেলে রব মিয়ার সাথে বিয়ে হয়। এরপর এদের সংসারে ৪টি কন্যা সন্তানের জন্মলাভ করেন। রব মিয়া কাপড়ের ব্যবসা করতো। তাদের সংসার ভালো মতোই চলছিল। কয়েক বছর আগে রব মিয়া মানষিক ভাবে অসুস্থ হয়ে পড়ে।
ঘটনার দিন স্বামী-স্ত্রীর তর্কবিতর্কের এক পর্যায়ে হাতে ছুরি নিয়ে ঘরের ভিতরেই সুলেখাকে জবাই করে হত্যা করে রব মিয়া। স্ত্রীকে হত্যা করে হাতে ছুরা নিয়ে বসে থাকে। পরে স্থানীয় জনতা তাকে আটক করে গনপিটুনি দেয়। আড়াইহাজার থানা ওসি এনায়েত জানান, স্বামী স্ত্রী মধ্যে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহল চলছিল। তারই ধারাবাহিকতায় হত্যা করে। ঘাতক রব মিয়াকে জনতা আটক করেছে।
সায়মা ইসলাম