ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

বিএনপি নেতার উপর হামলার ঘটনাটি ব্যবসা ও চাঁদাবাজি সংশ্লিষ্ট: জামায়াত আমির

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৪, ২০ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:১৯, ২০ এপ্রিল ২০২৫

বিএনপি নেতার উপর হামলার ঘটনাটি ব্যবসা ও চাঁদাবাজি সংশ্লিষ্ট: জামায়াত আমির

সিরাজগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামি। দলটির দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত ব্যবসা ও চাঁদাবাজির বিরোধ নিয়ে সংঘটিত হয়েছে।

রোববার (২০ এপ্রিল) বিকেলে শহরের দরগাহ রোডস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম।

তিনি বলেন, “১৭ এপ্রিল রাতে উল্লাপাড়া বাসস্ট্যান্ডের ইজারাগ্রহীতা ও জামায়াতকর্মী হাফিজুল ইসলাম এবং তার সঙ্গে থাকা কয়েকজনকে বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব মো. আজাদ রহমানের নেতৃত্বে ১৫০-২০০ জন মারধর করে। পরদিন এলাকার কিছু লোক প্রতিক্রিয়ায় আজাদ রহমানের ওপর হামলা চালায়। বিষয়টি জানার পর আমি নিজেই হাফিজুলকে আর্মি ক্যাম্পে নিয়ে আইনের হাতে তুলে দেই।”

তিনি আরও বলেন, “বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে রাজনৈতিক রঙ দিচ্ছে, জামায়াতকে দায়ী করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। তাদের মিছিলে ‘ধইরা ধইরা জবাই কর’ ধরণের উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে, যা স্পষ্টত ফৌজদারি আইনে শাস্তিযোগ্য অপরাধ।”

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াত আমির অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ, জেলা ছাত্র শিবির সভাপতি আলহাজ্ব আলী, শহর শিবির সভাপতি শামিম রেজা প্রমুখ।

নুসরাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার