
সিরাজগঞ্জে বিএনপি নেতার ওপর হামলার ঘটনাকে রাজনৈতিক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামি। দলটির দাবি, ঘটনাটি রাজনৈতিক নয়, বরং ব্যক্তিগত ব্যবসা ও চাঁদাবাজির বিরোধ নিয়ে সংঘটিত হয়েছে।
রোববার (২০ এপ্রিল) বিকেলে শহরের দরগাহ রোডস্থ জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিরাজগঞ্জ জেলা আমির মাওলানা শাহিনুর আলম।
তিনি বলেন, “১৭ এপ্রিল রাতে উল্লাপাড়া বাসস্ট্যান্ডের ইজারাগ্রহীতা ও জামায়াতকর্মী হাফিজুল ইসলাম এবং তার সঙ্গে থাকা কয়েকজনকে বিএনপির সাবেক উপজেলা সদস্য সচিব মো. আজাদ রহমানের নেতৃত্বে ১৫০-২০০ জন মারধর করে। পরদিন এলাকার কিছু লোক প্রতিক্রিয়ায় আজাদ রহমানের ওপর হামলা চালায়। বিষয়টি জানার পর আমি নিজেই হাফিজুলকে আর্মি ক্যাম্পে নিয়ে আইনের হাতে তুলে দেই।”
তিনি আরও বলেন, “বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটনাটিকে রাজনৈতিক রঙ দিচ্ছে, জামায়াতকে দায়ী করে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে। তাদের মিছিলে ‘ধইরা ধইরা জবাই কর’ ধরণের উসকানিমূলক স্লোগান দেওয়া হয়েছে, যা স্পষ্টত ফৌজদারি আইনে শাস্তিযোগ্য অপরাধ।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা নায়েবে আমির মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, শহর জামায়াত আমির অধ্যাপক মাওলানা আব্দুল লতিফ, জেলা ছাত্র শিবির সভাপতি আলহাজ্ব আলী, শহর শিবির সভাপতি শামিম রেজা প্রমুখ।
নুসরাত