
ছবি: জনকণ্ঠ
বান্দরবানে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অপহরণ ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীরা। রবিবার (২০ এপ্রিল) বিকেল ৩টায় শহরের ট্রাফিক মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ছাত্র সমাজের বিভিন্ন শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, গত ১৬ এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের শিকার হন। এ ঘটনায় বিভিন্ন মহল পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-কে দায়ী করছে। অপহরণের চারদিন পেরিয়ে গেলেও অপহৃতদের কোনো খোঁজ মেলেনি।
উল্লেখ্য, গত ২৫ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত রাঙামাটির কাউখালী উপজেলার বড়লু গ্রামে মো. ফাহিম (২৫) পাহাড়ি এক নারীকে নিজ বাসায় আটকে রেখে অমানবিক শারীরিক নির্যাতন করেন। পরে ১৭ এপ্রিল ভুক্তভোগী কোনোমতে পালিয়ে এসে কাউখালী থানায় মামলা করেন। তিন দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে এখনও গ্রেপ্তার করতে পারেনি প্রশাসন।
শহীদ