
ছবি: জনকণ্ঠ
ভোলার মনপুরা উপজেলার লোকালয় থেকে একটি মায়াবি হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনে অবমুক্ত করেছে বনবিভাগ।
শনিবার বিকেলে হরিণটি উপজেলার পচাকোড়ালিয়া বিটের আওতাধীন চর পাতালিয়া সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়।
স্থানীয়রা জানান, উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার পুকুরপাড়ে প্রবল বৃষ্টির মধ্যে কয়েকটি কুকুর হরিণটিকে তাড়া করে। আতঙ্কিত হরিণটি দিকবিদিক ছোটাছুটি করতে থাকে এবং শেষ পর্যন্ত মাদ্রাসার পুকুরপাড়ে এসে কিছুক্ষণ বিশ্রাম নেয়। পরে স্থানীয়রা বনবিভাগকে খবর দিলে পচাকোড়ালিয়া বিট অফিসের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করেন।
এ বিষয়ে মনপুরা উপজেলা বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান, "উদ্ধারকৃত হরিণটির বয়স অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। হরিণটিকে প্রাকৃতিক পরিবেশে ফিরে পেতে চর পাতালিয়া সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।"
তিনি আরও বলেন, স্থানীয়দের এমন সহযোগিতামূলক ভূমিকা বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত প্রশংসনীয়।
শহীদ