
শ্যামনগর উপজেলায় সুন্দরবন সংলগ্ন খোলপেটুয়া নদীতে শনিবার এক জেলের জালে ধরা পড়ল বিরল প্রজাতির এক কাছিম। কাছিমটির ওজন প্রায় ২০কেজি। স্থানীয় বাসিন্দা এনজিও কর্মী মনিরুজ্জামান জানান, উপজেলার গাবুরা ইউপির ৯নং সোরা গ্রামের সোরা গ্রামের ইয়াকুব বৈদ্যোর ছেলে আল আমিনের খোলপেটুয়া নদীতে পেতে রাখা জালে কাছিমটি ধরা পড়ে এবং পরবর্তীতে ভিটিআরটির সহায়তায় কাছিমটি নদীতে অবমুক্ত করা হয়। উদ্ধারকৃত কাছিমটির ওজন প্রায় ২০ কেজি।
ওয়াইল্ডটিম সাতক্ষীরারেঞ্জের কর্মকর্তা সনজিত কুমার মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে জেলে আলআমিনের জালে কাছিমটি ধরা পড়ে এবং পরবর্তীতে সংবাদ পেয়ে ভিটিআরটির সদস্যবৃন্দ খোলপেটুয়া নদীতে কাছিমটি অবমুক্ত করেন। উল্লেখ্য ১৭ এপ্রিল সাতক্ষীরারেঞ্জের আওতায় বনবিভাগ কৈখালী ষ্টেশনের উপজেলার কৈখালী এলাকায় একটি পুকুর থেকে বিরল প্রজাতির একটি কাছিম উদ্ধার করে চুনকুড়ি নদীতে অবমুক্ত করা হয়।
রাজু