ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ভোলার গ্যাস ঢাকায় নয়, ভোলায় চাই

ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে উত্তাল ভোলা

নিজস্ব সংবাদদাতা, ভোলা

প্রকাশিত: ১৯:৪৬, ১৯ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৪৭, ১৯ এপ্রিল ২০২৫

ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ৫ দফা দাবিতে উত্তাল ভোলা

‘ভোলার গ্যাস ভোলায় চাই’—এই স্লোগানে উত্তাল হয়ে উঠেছে ভোলা শহর। ঢাকার কলকারখানায় সিএনজি আকারে গ্যাস পাঠানোর প্রতিবাদে ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির অন্তত ৫টি গ্যাসবাহী গাড়ি আটকে দিয়েছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। স্থানীয়দের ঘরে ঘরে গ্যাস সংযোগ, গ্যাস পাচার বন্ধসহ ৫ দফা দাবিতে শুক্রবার রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত চলে এ অবরোধ ও বিক্ষোভ।

শহরের বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলনকারীরা শনিবার দুপুরে একে একে আরো তিনটি গ্যাসবাহী গাড়ি আটকে দিয়ে সড়কে অবস্থান নেন। এতে সাময়িকভাবে যান চলাচলেও বিঘ্ন ঘটে।


গত শুক্রবার সকালে ‘ব-দ্বীপ ছাত্র কল্যাণ সংসদ’-এর উদ্যোগে শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। সেখান থেকেই ঘোষণা আসে—ভোলার গ্যাস যদি ভোলার মানুষের কল্যাণে না লাগে, তাহলে তা দেশের অন্য কোথাও যেতে দেয়া হবে না।


প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে ভোলার গ্যাস সিলিন্ডার আকারে ঢাকায় সরবরাহের জন্য রাষ্ট্রায়ত্ত সুন্দরবন গ্যাস কোম্পানি ও ইন্ট্রাকো রিফুয়েলিং কোম্পানির মধ্যে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, প্রতিদিন প্রায় ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ঢাকার ১৮টি কারখানায় সরবরাহ করা হচ্ছে।

শুক্রবার রাত ১০টার দিকে প্রথম গাড়িটি বাস টার্মিনাল এলাকার বেপারী দোকান সংলগ্ন ডিপো থেকে রওনা দিলে ছাত্র-জনতা সেটি আটকে দেয়। পরবর্তী সময়ে শনিবার পর্যন্ত আরও চারটি গাড়ি আটকানো হয়।

ঘটনাস্থলে পৌঁছান ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামান, ভোলা থানার ওসি হাসনাইন পারভেজ এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। আন্দোলনকারীদের সাথে আলোচনায় তারা দাবির যৌক্তিকতা স্বীকার করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি।

ভোলা মডেল থানার এসআই ওয়াসিব আলম বলেন, “ঘটনার বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”

ইন্ট্রাকো কোম্পানির স্থানীয় কর্মকর্তা হাফিজ উদ্দিন জানান, “ছাত্র-জনতার দাবির মুখে আপাতত গ্যাসবাহী গাড়িগুলোকে ঢাকায় পাঠানো হয়নি।”


আন্দোলনকারীরা বলছেন, “ভোলার গ্যাস ভোলার মানুষের প্রাপ্য। আমাদের দাবি মানা না হলে ঢাকাও ঘেরাও করা হবে, প্রয়োজনে লংমার্চের মতো বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।”

তারা আরও বলেন, “বছরের পর বছর ধরে ভোলার গ্যাস অন্যত্র সরবরাহ করা হচ্ছে, অথচ এখানকার সাধারণ মানুষ এখনও গ্যাস সংযোগ পায়নি। এটি সম্পূর্ণ বৈষম্যমূলক আচরণ।”

পাঁচ দফা দাবির মূল বিষয়সমূহ
১. ভোলায় গ্যাসভিত্তিক কলকারখানা স্থাপন
২. স্থানীয়দের ঘরে ঘরে গ্যাস সংযোগ
৩. গ্যাস পাচার বন্ধ
৪. চুক্তির শর্তাবলি জনসমক্ষে প্রকাশ
৫. স্থানীয়দের মতামতের ভিত্তিতে গ্যাস সরবরাহ সিদ্ধান্ত

 

এসএফ 

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার