ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

যশোরে আফিল লেয়ার ফার্মে অগ্নিকাণ্ড, ৫০ হাজার মুরগি ও যন্ত্রপাতি ছাই

স্টাফ রিপোর্টার, যশোর অফিস

প্রকাশিত: ২০:২৬, ১৮ এপ্রিল ২০২৫

যশোরে আফিল লেয়ার ফার্মে অগ্নিকাণ্ড, ৫০ হাজার মুরগি ও যন্ত্রপাতি ছাই

যশোর সদর উপজেলার রুপদিয়া ঘোড়াগাছি এলাকায় অবস্থিত আফিল লেয়ার ফার্মের একটি শেডে অগ্নিকান্ডের ঘটণা ঘটেছে। এতে ৫০ হাজার মুরগিসহ মেশিনারীজ পুড়ে গেছে। যার ক্ষতির পরিমান কয়েক কোটি টাকা। শুক্রবার দুপুর দেড়টার দিকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়, যা মুহূর্তেই ফার্মজুড়ে ছড়িয়ে পড়ে। 

আফিল গ্রুপের পরিচালক মাহবুব আলম লাবলু জানান, ঘোড়াগাছি এলাকায় তাদের একশ’ বিঘা জমির ওপর আফিল লেয়ার ফার্ম রয়েছে। সেখানকার ১৭টি শেডের মধ্যে একটি শেডে শুক্রবার দুপুর দেড়টার দিকে হঠাৎ আগুন লেগে যায়। আমরা সাথে সাথে ফায়ার সার্ভিসকে খবর দিলে তাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। এরপর প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ওই শেডে ৫০ হাজার মুরগি ছিল। সব মুরগি মারা যাবার পাশাপাশি শেডে অবস্থিত মেশিনারীজ পুড়ে গেছে। আমাদের এটি ইনভারমেন্ট কন্ট্রোল ফার্ম যার ক্ষতির পরিমান ২০ কোটি টাকা হবে। তিনি বলেন, আমাদের সবকটি শেডে অটোমেটিক মেশিন দ্বারা নিয়ন্ত্রিত করা হয়। তাপ নিয়ন্ত্রণ মেশিনসহ সব কটি মেশিন আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে।

যশোর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, সদরের রুপদিয়ায় আফিল লেয়ার ফার্মের একটি শেডে আগুন লাগার খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শটসার্কিটের কারণে আগুন লাগতে পারে।

আফিল লেয়ার ফার্ম সূত্রে জানা গেছে, তাদের ১৭টি শেডে ৭ লাখ মুরগি রয়েছে। প্রতিদিন এই ফার্ম থেকে ৪ লাখ ডিম উৎপাদন হয়ে থাকে।

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার