
ছবি: জনকণ্ঠ
পাবনার ভাঙ্গুড়ায় ভদ্রবেশে গরু চুরির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। উপজেলার খাপাড়া গ্রামের বাসিন্দা সাখাওয়াত হোসেন সরকারের বাড়িতে এই ঘটনা ঘটে।
সাখাওয়াত হোসেন জানান, গতকাল (১৬ এপ্রিল) রাত আনুমানিক দুইটার দিকে প্যান্ট-শার্ট পরা কয়েকজন ব্যক্তি একটি পিকআপ ভ্যানে করে তার গোয়ালঘর থেকে দুটি গরু উঠিয়ে নেয়। তারা যখন তৃতীয় গরুটি নেয়ার চেষ্টা করছিল, তখন তিনি চিৎকার করে ‘চোর চোর’ বলে ডাক দিলে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
তিনি আরও জানান, চোরদের হাতে মারাত্মক অস্ত্র ছিল, যা দেখে তিনি ভয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। ঘটনার পর মানসিকভাবে এতটাই ভেঙে পড়েন যে কারও কাছে বিস্তারিত কিছু বলার শক্তিও পাননি। চুরি হওয়া গরু দুটির আনুমানিক মূল্য প্রায় দুই লাখ টাকা বলে তিনি জানান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিভিন্ন গরু খামারিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আতঙ্কে দিন কাটাচ্ছেন।
শহীদ