ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চুয়াডাঙ্গায় হত্যা চেষ্টা মামলায় এক যুবকের জেল ও জরিমানা

নিজস্ব সংবাদদাতা, চুয়াডাঙ্গা।

প্রকাশিত: ১৯:৩৩, ১৫ এপ্রিল ২০২৫; আপডেট: ১৯:৩৬, ১৫ এপ্রিল ২০২৫

চুয়াডাঙ্গায় হত্যা চেষ্টা মামলায় এক যুবকের জেল ও জরিমানা

চুয়াডাঙ্গায় হত্যা চেষ্টা ও গুরুতর জখম মামলায় শাহ আলম (২৭) নামে এক যুবকের ১১ বছর সশ্রম কারাদণ্ড এবং ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত শাহ আলম চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া চকপাড়ার মৃত রহিমের ছেলে।


মামলার বিবরণে জানা যায়, দণ্ডপ্রাপ্ত শাহ আলমের আলুকদিয়া চকপাড়াস্থ বাড়ির সামনে সাইকেল মেরামতের একটি দোকান আছে। ২০২২ সালে ২১ ডিসেম্বর সকাল ১০টায় ওই এলাকার লালনের ছেলে আমির হোসেন তার দোকানের সামনে রাখা সাইকেল একটু সরিয়ে নিতে বলে। এ নিয়ে দণ্ডপ্রাপ্ত শাহ আলমসহ অভিযুক্ত আসামিদের সাথে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে ওইদিন রাত ৮টার দিকে একই এলাকার হায়দার আলীর ছেলে মাফিজুর রহমান (১৭) ও লালন শেখের ছেলে আমির হোসেন স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে গতিরোধ করে।

এ সময় দণ্ডপ্রাপ্ত শাহ আলম তার হাতে থাকা ধারালো চাকু দিয়ে  মাফিজুর রহমানের পেটে আঘাত করলে তার ভুড়ি বেরিয়ে যায়। ওই সময় তার সাথে থাকা বন্ধু আমির হোসেন তাকে বাঁচানোর জন্য এগিয়ে গেলে শাহ আলম তাকেও ধারালো ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। ঘটনার পরদিন মাফিজুর রহমানের পিতা হায়দার আলী ও আমির হোসেনের পিতা লালন শেখ চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় দণ্ডপ্রাপ্ত শাহ আলম, তার মা রেনু ও ভাই জুয়েলকে আসামি করা হয়।


মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে দণ্ডপ্রাপ্ত শাহ আলমকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে শাহ আলম দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার বিকেলে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস এ রায় দেন।

রিফাত

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার