ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

৩৯ বছর পর নির্বাচনের মাধ্যমে রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের কমিটি গঠন

নিজস্ব সংবাদদাতা, রায়পুরা (নরসিংদী)

প্রকাশিত: ২২:০১, ১০ এপ্রিল ২০২৫; আপডেট: ২২:০১, ১০ এপ্রিল ২০২৫

৩৯ বছর পর নির্বাচনের মাধ্যমে রায়পুরা কেন্দ্রীয় মিলন মন্দিরের কমিটি গঠন

নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরে ৩৯ বছর পর পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১৬ জন, যার মধ্যে ১১১ জন উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী—শংকর দত্ত ও সবুজ নন্দী। এর মধ্যে সবুজ নন্দী ৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপরপ্রার্থী শংকর দত্ত পান ২৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয় পাল ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থী সঞ্জয় সাহা পেয়েছেন ৩০ ভোট এবং টিটু রঞ্জন রায় পেয়েছেন ২২ ভোট।

নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমীর রায়, খগেন ভৌমিক ও জিতেন সাহা। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন দীপক দত্ত।

উল্লেখ্য, দীর্ঘ ৩৯ বছর পর এই প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় মিলন মন্দিরের কমিটি গঠন হলো। নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বাগত জানান।

রাজু

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার