
নরসিংদীর রায়পুরা উপজেলায় অবস্থিত কেন্দ্রীয় হিন্দু মিলন মন্দিরে ৩৯ বছর পর পরিচালনা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১৬ জন, যার মধ্যে ১১১ জন উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন প্রার্থী—শংকর দত্ত ও সবুজ নন্দী। এর মধ্যে সবুজ নন্দী ৮৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। অপরপ্রার্থী শংকর দত্ত পান ২৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয় পাল ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। অপর দুই প্রার্থী সঞ্জয় সাহা পেয়েছেন ৩০ ভোট এবং টিটু রঞ্জন রায় পেয়েছেন ২২ ভোট।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সমীর রায়, খগেন ভৌমিক ও জিতেন সাহা। এছাড়া প্রধান সমন্বয়কের দায়িত্বে ছিলেন দীপক দত্ত।
উল্লেখ্য, দীর্ঘ ৩৯ বছর পর এই প্রথমবারের মতো নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় মিলন মন্দিরের কমিটি গঠন হলো। নির্বাচনে স্থানীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন এবং নির্বাচন প্রক্রিয়াকে স্বাগত জানান।
রাজু