ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দাফন করার আড়াই মাস পর কিশোর ফিরল বাড়িতে!

প্রকাশিত: ০৯:১২, ৩০ মার্চ ২০২৫; আপডেট: ১১:৩৫, ৩০ মার্চ ২০২৫

দাফন করার আড়াই মাস পর কিশোর ফিরল বাড়িতে!

ছবি: সংগৃহীত

দাফন করার আড়াই মাস পর কিশোর ফিরল বাড়িতে। মৃত মানুষের জীবিত হওয়ার মতো অলৌকিক ঘটনা ঘটেছে চুয়াডাঙ্গায় আলমডাঙা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে।

ট্রেন দূর্ঘটনায় মারা যাওয়া তুফানের জানাজ‌া, মিলাদ শেষে দাফনও শেষ হয়ে গিয়েছিল আড়াই মাস আগে। আড়াই মাস পর হঠাৎ কিশোর ফিরল বাড়িতে। এ ঘটনায় পরিবার ও এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে। গ্রামের দরিদ্র পরিবার সাইদুর রহমান ও আমেনা খাতুনের ছোট ছেলে তোফাজ্জল হোসেন তুফান।

১৪ জানুয়ারি বাবা মার সাথে দেখা করতে ঢাকা যান তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে ঢাকার কোলাহলে হারিয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পরেও পাওয়া যায়নি তাকে। পরে বাধ্য হয়ে থানায় জিডি করে তুফানের বাবা। জিডি করার পর একদিন তারা খবর পান রেললাইনের কাছে একটি কিশোর পড়ে আছে। খবর পেয়ে লোকজন নিয়ে সেই কিশোরকে হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। ডাক্তার সন্দেহ প্রকাশ করলেও সবাই বলে এটিই তুফান।

পরে পরিবার এই লাশটি কে নিয়ে এসে নিয়ম কানুন মেনে দাফন করে। তবে ঘটনা এখানেই থেমে থাকেনি। আড়াই মাস পর সেই তুফান ফিরে আসে বাড়িতে।

তুফান বলেন, তিনি এসবের কিছুই জানেন না। হারিয়ে যাওয়ার পর তিনি বেশকিছুদিন বাবা মায়ের খোঁজ করেন, কিন্তু পান‌নি। ঠিকানা বা ফোন নম্বর জানা না থাকায় পড়েন দুর্ভোগে। পরে তিনি একটি চায়ের দোকানে কাজ করেন। কাজ করে টাকা জমিয়ে তিনি ফিরেন বাড়িতে। তবে বাড়ি এসে দেখছেন তার কবর। এখন তুফান ফিরে আসায় ঘটনা মোড় নিয়েছে অন্যদিকে। তুফানের নামে যে কিশোরকে দাফন করা হলো সে আসলে কে।

সূত্র: https://youtu.be/LwnU1nOMnbs?si=X98B7QRc3bgbdqHn

মায়মুনা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার