ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ঈদে ঘরে ফেরা মানুষের ভীড় হাতিয়ার নলচিরা ঘাটে

প্রকাশিত: ০৯:৩০, ২৯ মার্চ ২০২৫

ঈদে ঘরে ফেরা মানুষের ভীড় হাতিয়ার নলচিরা ঘাটে

ছবি: সংগৃহীত

নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় ঈদে ঘরপেরা মানুষের উপচে পড়া দেখা গেছে। উপজেলার নলচিরা ঘাট ও তমরদ্দি ঘাট হয়ে মানুষজন আসছে হাতিয়ায়।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই রুটে নৌ-পথে যাত্রীপারাপার হচ্ছে বিভিন্ন ভাবে। ছোট ছোট নৌযান, স্পিডবোট ও আধুনিক সুবিধা সম্বলিত জাহাজে যাত্রীরা হাতিয়া আসছে।  

সকালে গিয়ে দেখা যায়, নলচিরা ঘাটে যাত্রীদের উপছে পড়া ভীড়। চট্রগ্রাম থেকে আসা জাহাজে যাত্রীরা এসে নামছেন এই ঘাটে। আবার ঢাকা থেকে আসা যাত্রীরা চেয়ারম্যান ঘাট হয়ে ছোট ছোট ট্রলারে, স্পিডবোটে ও ক্রজারে নলচিরা এসে পৌছছেন।

দেশের কয়েকটি অঞ্চল থেকে এই ঘাটে যাত্রীবাহি নৌযান এসে ভীড় করায় মানুষের সমাগম বেড়েছে।

এই দিগে একই ঘাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে নিত্যপ্রয়োজনীয় মালামাল নিয়ে ট্রলার ও এই ঘাটে আসছে। যাত্রী ও মালবাহি গাড়ীর ভিড়ে ঘাটে হাটার ব্যবস্থা পর্যন্ত নেই।

যাত্রীরা জানান, আবহাওয়া ভালো থাকায় নিরাপদে তারা বাড়ী এসে পৌছেছেন। এছাড়া চেয়ারম্যানঘাট- নলচিরা রুটে নতুন সংযোজন হওয়া আধুনিক সুবিধা সম্বলিত একটি ক্রুজার নদী পারাপার আরো নিরাপদ হয়ে উঠেছে। নিরাপাদ ও দ্রæত তারা গন্তব্যে পৌছতে পারছে।

তবে যাত্রীদের নিরাপত্তায় নৌ-পুলিশের একটি টিম সার্বক্ষনিক ঘাটে টহল দিতে দেখা গেছে।

নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আজিজুর রহমান বলেন, হাতিয়ার নলচিরা ঘাটে যাত্রীদের উপস্থিতি সবসময় বেশি থাকে। ঈদ উপলক্ষে এই ঘাট হয়ে যাত্রীদের আসা যাওয়া বেড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের একটি টিম কাজ করছে।

 

মায়মুনা

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার