ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

চাঁদা না দেওয়ায় কয়েক ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ

প্রকাশিত: ২০:৩২, ২৪ মার্চ ২০২৫

চাঁদা না দেওয়ায় কয়েক ছাত্রদল নেতার বিরুদ্ধে মারধরের অভিযোগ

বদলগাছীতে কার-মাইক্রো চালক কল্যাণ সমিতির কাছে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ও তার সাথীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮টায় থানা মোড় এলাকায়। এ ঘটনায় ওই রাত সাড়ে ১১টায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কার-মাইক্রো চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।
জানা  গেছে, বদলগাছী কলেজ শাখার ছাত্রদল নেতা মোস্তাকিমসহ ১৫-২০জন থানার মোড়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে বদলগাছী কার-মাইক্রো কল্যাণ সমিতির সদস্য আজিজার ও উত্তম কুমারের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দিলে তাদের মাইক্রো চালাতে  দেবে না। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আজিজার ও উত্তম মহন্তকে বেধড়ক মারপিট করে আজিজারের কাছে থাকা ২১ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে  নেয়। এক পর্যায়ে তারা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে বদলগাছী কার-মাইক্রো চালক কল্যাণ সমিতির সদস্য আজিজার রহমান জানান, ছাত্রদলের কয়েকজন নেতা আমার ও আরেক সদস্য উত্তম মহন্তের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে তারা আমাকে বেধড়ক মারপিট করে আমার কাছে থাকা ২১ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে  নেয়। এ ঘটনায় রাতেই সমিতির সাধারণ সম্পাদক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত বদলগাছী কলেজ শাখার সদস্য সচিব মোস্তাকিম জানান, সেখানে চাঁদা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। মূলত কয়েকদিন আগে আমার বন্ধুর জিনিসপত্র ঢাকা থেকে আনার জন্য এক মাইক্রো চালকের সঙ্গে ভাড়া চুক্তি হয়। সে নির্দিষ্ট সময়ে জিনিসপত্র না এনে টালবাহানা করতে থাকে। এরপর কয়েকদিন পর জিনিসপত্র এনে চুক্তির বাইরে আরো এক হাজার টাকা বেশি নেয়। এক হাজার টাকা বেশি নেওয়ার জন্য আমরা কয়েকজন বন্ধু সেখানে গিয়ে প্রতিবাদ করলে চালকরা আমাদের ওপর চড়াও হয়।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার