
বদলগাছীতে কার-মাইক্রো চালক কল্যাণ সমিতির কাছে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে বদলগাছী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব ও তার সাথীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮টায় থানা মোড় এলাকায়। এ ঘটনায় ওই রাত সাড়ে ১১টায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন কার-মাইক্রো চালক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক।
জানা গেছে, বদলগাছী কলেজ শাখার ছাত্রদল নেতা মোস্তাকিমসহ ১৫-২০জন থানার মোড়ে রবিবার রাত সাড়ে ৮টার দিকে বদলগাছী কার-মাইক্রো কল্যাণ সমিতির সদস্য আজিজার ও উত্তম কুমারের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না দিলে তাদের মাইক্রো চালাতে দেবে না। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে আজিজার ও উত্তম মহন্তকে বেধড়ক মারপিট করে আজিজারের কাছে থাকা ২১ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে নেয়। এক পর্যায়ে তারা চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে বদলগাছী কার-মাইক্রো চালক কল্যাণ সমিতির সদস্য আজিজার রহমান জানান, ছাত্রদলের কয়েকজন নেতা আমার ও আরেক সদস্য উত্তম মহন্তের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। না দিলে তারা আমাকে বেধড়ক মারপিট করে আমার কাছে থাকা ২১ হাজার ৭৩০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতেই সমিতির সাধারণ সম্পাদক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত বদলগাছী কলেজ শাখার সদস্য সচিব মোস্তাকিম জানান, সেখানে চাঁদা চাওয়ার কোনো ঘটনা ঘটেনি। মূলত কয়েকদিন আগে আমার বন্ধুর জিনিসপত্র ঢাকা থেকে আনার জন্য এক মাইক্রো চালকের সঙ্গে ভাড়া চুক্তি হয়। সে নির্দিষ্ট সময়ে জিনিসপত্র না এনে টালবাহানা করতে থাকে। এরপর কয়েকদিন পর জিনিসপত্র এনে চুক্তির বাইরে আরো এক হাজার টাকা বেশি নেয়। এক হাজার টাকা বেশি নেওয়ার জন্য আমরা কয়েকজন বন্ধু সেখানে গিয়ে প্রতিবাদ করলে চালকরা আমাদের ওপর চড়াও হয়।