ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

ডুবেছে সড়ক ও ফসলি জমি

মেহেরপুরে শতাধিক পরিবার পানিবন্দি

নিজস্ব সংবাদদাতা, মেহেরপুর

প্রকাশিত: ০০:২৮, ২৮ অক্টোবর ২০২৪

মেহেরপুরে শতাধিক পরিবার পানিবন্দি

গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর ধলা গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী

মেহেরপুরে গেল কয়েকদিনের বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর ধলা গ্রামের প্রায় শতাধিক পরিবার। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, ফসলের মাঠ। পানিবন্দি হয়ে পড়েছেন মানুষ, গবাদিপশু। এরই মধ্যে এলাকা পরিদর্শন করেছেন গাংনী উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা। নেওয়া হয়েছে পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা।
কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানি। এলাকার বসতবাড়ি, গ্রামীণ রাস্তা, ছোটখাটো ডোবা, সড়ক এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের  ভেতরেও পানি থৈ থৈ করছে। অধিকাংশ বাড়িতেই হাঁটুপানি জমে আছে। আবার অনেক গোয়ালঘর, রান্নাঘরেও ঢুকে পড়েছে। রয়েছে বিশুদ্ধ পানির সংকটও। মেহেরপুরের গাংনী উপজেলার রাধা গোবিন্দপুর ধলা গ্রাম এলাকার প্রধান সড়কে পানি নিষ্কাশনের কালভার্টটি বন্ধ হয়ে যাওয়ায় এমন দুর্ভোগে পড়ে এলাকাবাসী। এলাকাবাসী বলছেন, গেল কয়েকদিনের বৃষ্টিতে প্রায় শতাধিক বসতবাড়িতে জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের। একই সঙ্গে আশপাশের বিস্তীর্ণ ফসলের মাঠ ডুবে আছে বৃষ্টির পানিতে। কৃষকদের অভিযোগ, প্রায় ১ হাজার বিঘা জমির ফসল পানিতে তলিয়ে গেছে।  
রাধা গোবিন্দপুর ধলা গ্রামের মোল্লাপাড়ার জয়নাল হোসেন বলেন, আমার ঘরের মধ্যে পানি উঠে গেছে। বাড়ির চারদিকে শুধু পানি আর পানি। রান্নাঘরে পানি ঢুকেছে, চলাচলের রাস্তাও ডুবে গেছে। বাড়ির গবাদিপশু নিয়ে এখন চরম বিপাকে আছি।
একই এলাকার বাসিন্দা সিরাজ আলী বলেন, ঘরের বারান্দা পর্যন্ত পানি উঠে গেছে। রান্নার চুলা এখন পানির নিচে ডুবে থাকায় রান্না করতে পারছি না। গত তিন দিন যাবত পানিবন্দি। জাহানারা খাতুন বলেন, আজ তিন দিন ধরে আমরা পানিবন্দি হয়ে আছি। টিউবঅয়েল ও রান্নাঘর ডুবে গেছে। রান্না করতে পারছি না। অন্যের বাড়ি থেকে রান্না করে নিয়ে আসছি। বাড়িতে ছোট ছোট বাচ্চা নিয়ে খুব বিপদে আছি। আমাদের দাবি, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হোক।
আব্দুল কাদের বলেন, আমাদের এই এলাকাই শুধু না মাঠের ফসল সব ডুবে গেছে। হাজার হাজার বিঘা জমির ফসল নিয়ে এখন চাষিরা চরম দুশ্চিন্তায় আছে। ধান নিয়ে সব চেয়ে বিপাকে আছে। অনেক ধান জমিতে পড়ে আছে। পচে নষ্ট হয়ে যাচ্ছে। 
এলাকা পরিদর্শন করেছেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রীতম সাহা। তিনি বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে সাময়িকভাবে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ভাবিষ্যতে এটার একটি স্থায়ী সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হবে।
ক্ষতিগ্রস্ত ফসলের মাঠ পরিদর্শন করেছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার। তিনি বলেন, মাঠে এখন ধান, কলাসহ বিভিন্ন ধরনের আবাদ আছে। ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করার জন্য এরই মধ্যে নির্দেশ দিয়েছি। ক্ষতিগ্রস্ত চাষিদের প্রণোদনার আওতায় আনা হবে। 
 মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, এরই মধ্যে আমি পানি নিষ্কাশনের সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়েছি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে।

×

শীর্ষ সংবাদ:

যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে: আমীর খসরু
জামায়াত নেতারা রাজাকার হলে পাকিস্তানে গাড়ি বাড়ি থাকতো : শামীম সাঈদী
এনসিপির সঙ্গে আমার ব্যক্তিগত সম্পৃক্ততা নেই- উমামা ফাতেমা
‘বাংলাদেশি’ সন্দেহে আটকদের অধিকাংশই ভারতীয় মুসলমান
ইয়েমেনে হামলা চালিয়েই সাগরে ডুবে গেল মার্কিন সর্বাধুনিক যুদ্ধবিমান
জামিন পেলেননা তারেক রহমানের খালাতো ভাই তুহিন
লন্ডনে আজ আর্সেনাল পিএসজি মহারণ
১৭ অভিনয়শিল্পীর নামে মামলা, তালিকায় আছেন নুসরাত ফারিয়া-অপু বিশ্বাস-ভাবনাসহ অনেকেই
১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১১৯তম ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল
স্বর্ণের দাম, রেকর্ড উচ্চতা থেকে পতনের পথে
কুমিল্লায় পুলিশ-সেনাবাহিনীর চাকরির নামে প্রতারণা: দালালসহ ১৩ জন গ্রেফতার
১২ বছর বয়সী ছেলে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ৩ মাদ্রাসা শিক্ষক গ্রেফতার